বিনামূল্যে গ্যাস সিলিন্ডার তো পাবেনই। সেইসাথে প্রত্যেক মাসে কড়কড়ে নগদ ১,৫০০ টাকা করে পাবেন রাজ্যের মহিলারা। এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেজন্য রাজ্যে চালু করলেন নতুন প্রকল্পও। কবে থেকে রাজ্যজুড়ে চালু হতে চলেছে এই হিট প্রকল্প? কিভাবে আবেদন করতে হবে? কি কি নথি প্রয়োজন বিস্তারিত তথ্য জানতে হলে পড়তে হবে আজকের এই প্রতিবেদন।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার গ্রাহকদের ভর্তুকি বাড়িয়ে ৩০০ টাকা করে দিয়েছিল কেন্দ্র সরকার। সামনেই ২৩শে জুলা কেন্দ্রীয় ইউনিয়ন বাজেট প্রকাশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মনে করা হচ্ছে বাজেটে আয়কর নিয়ে বড়ো ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। তার আগে চমকপ্রদ ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
কেন্দ্রের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যজুড়ে মহিলাদের বার্ষিক ৩টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। এবার রাজ্যে বসবাসকারী মহিলাদের প্রত্যেক মাসে ন্যূনতম আয়ের ব্যবস্থা করে দিতে মাসিক দেড় হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান করা হবে বলে ঘোষণা করে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন?
১) আবেদনকারীর বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
২) আবেদনকারী মহিলাকে অবশ্যই মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) আবেদনকারী মহিলা আয়কর দিয়ে থাকলে এই প্রকল্পের জন্য যোগ্য নন।
৪) আবেদনকারীর পরিবারের বাৎসরিক ইনকাম ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
৫) আবেদনকারীর পরিবারের কেউ সরকারি চাকরি করে থাকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
৬) বিধবা, ডিভোর্সি, বিবাহিত, কুমারী সকলেই আবেদন করতে পারেন।
৭) আবেদনকারীর নামে পাঁচ একরের বেশি জমি থাকলে আবেদনযোগ্য নন।
৮) আবেদনকারীর পরিবারের কেউ প্রাক্তন বা বর্তমান এমএলএ/এমপি হলেই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।
আরও পড়ুনঃ- সামনেই রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। মহিলারা একইসঙ্গে পাবেন দুটি প্রকল্পের টাকা।
আবেদনের জন্য দরকারি নথি:-
১)আবেদনকারীর আধার কার্ড।
২) আবেদনকারী মহিলার রেশন কার্ড।
৩) আবেদনকারীর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
৪) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
৫) পাসপোর্ট সাইজের কালার ফটোকপি।
৬) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।
এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি চাকরি, স্কলারশিপ ও নানান সরকারি প্রকল্প সম্বন্ধে সবধরনের আপডেট সবার আগে পেতে আজই আমাদের নিচের গ্রুপগুলিতে যুক্ত হোন।
হোয়াটসঅ্যাপ:- Link
টেলিগ্রাম:- Link
গুগল নিউজ:- Link