রাজ্যে ৬৩,২৮৩ আসনে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করলো রাজ্য নির্বাচন কমিশন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জল্পনা-কল্পনার অবসান। অবশেষে আসন্ন রাজ্য পঞ্চায়েত নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করলো পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন। এতদিন রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক মহলের মধ্যে বিভিন্ন অনুমান আলোচনা পর্ব চলছিলই। সময় পেরিয়ে গেলেও ভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়ায় দোটানার মধ্যে ছিল রাজ্যবাসীও। এদিন বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তেইশ সালের পঞ্চায়েত ভোটের দিনক্ষণ জানিয়ে দিলেন রাজ্যের নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিংহ। উল্লেখ্য, গত বুধবারই রাজ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন রাজীব বাবু। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে ছিলেন রাজীব।

   

রাজ্যের মোট বাইশ জেলার মধ্যে কালিম্পং ও দার্জিলিং জেলা বাদে অন্যান্য সমস্ত জেলায় ত্রিস্তরে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হবে। ওই দুই জেলায় কেবল দুই স্তরে ভোট গ্রহণ করা হবে। রাজ্যে মোট আটান্ন হাজার পাঁচশত চুরানব্বই টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। তারমধ্যে আসন সংখ্যা তেষট্টি হাজার দুইশত তিরাশি টি। এত সংখ্যক আসনে একইদিনে ভোট গ্রহণ করা হবে রাজ্যে। যদিও ভোটগ্রহণের সময়ে তীব্র বর্ষা থাকবে বলে গ্রামবাসীদের ভোট দিতে যেতে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুনঃ- বালেশ্বর ট্রেন দুর্ঘটনাগ্রস্ত দের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। কারা চাকরি পাবেন?

এদিন সংবাদ মাধ্যমে রাজ্যে নতুন নিয়োগ প্রাপ্ত নির্বাচন কমিশনার রাজীব সিংহ জানিয়েছেন, আগামী ৮ ই জুলাই, ২০২৩ এবছরের পঞ্চায়েত ভোটগ্রহণ পর্ব সম্পন্ন করা হবে।ভোটে দাঁড়াতে ৯-১৫ ই জুন এর মধ্যে মনোনয়ন পত্র পেশ করতে হবে প্রার্থীদের। মনোনয়ন তুলে নিতে চাইলে ২০ জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে। ভোটের ফলাফল ঘোষণা হতে পারে ভোটগ্রহণের ২-৩ দিন পরে।

কমিশনের নিয়মানুসারে, ৯ ই জুন থেকেই নির্বাচনী বিধি লাগু হয়ে গিয়েছে। অর্থাৎ, 9 জুন থেকে ভোটগ্রহণের আগ পর্যন্ত রাত্রি দশটা থেকে সকাল আটটা পর্যন্ত ভোট সম্পর্কিত কোনো কর্মসূচি যেমন নির্বাচনী প্রচার, মিটিং-মিছিল করতে পারবে না রাজনৈতিক দলগুলি। এদিকে ভোটের নিরাপত্তা প্রসঙ্গে যদিও বিরোধী দলগুলো কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোটগ্রহণ পর্ব সারার জন্য পরামর্শ দিয়েছে। এপ্রসঙ্গে নবনিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনারের সংযোজন, রাজ্য পুলিশের ওপর আস্থা রাখুন। এবার পঞ্চায়েত নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন করার জন্য প্রস্তুতিতে কোনোরূপ গাফিলতি রাখবে না নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ- আগামীকাল ১২ ঘন্টার বনধ। বাংলাজুড়ে ১২ ঘন্টার চাক্কা জ্যাম এর ডাক UFAAO এর।

আসন্ন পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত অন্য সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখুনি আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়ুন নীচের লিঙ্কে ক্লিক করে।

টেলিগ্রাম চ্যানেল:- Link

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link