উচ্চ মাধ্যমিক ফলাফল ২০২৪ প্রকাশিত। অনলাইনে চটজলদি মার্কশীট দেখুন এইভাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অবশেষে প্রকাশিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষা সমাপ্তির ৭০ দিনের মাথায় রাজ্যের অন্যতম মেগা পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অনলাইনে কখন, কিভাবে ফলাফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা? পরীক্ষার মার্কশীট স্কুলগুলো কবে তুলে দেবে পড়ুয়াদের হাতে ইত্যাদি বিষয়ে সামগ্রিক আপডেট জেনে নিন এই প্রতিবেদন থেকে।

   

এবছর ১৬ ই ফেব্রুয়ারী থেকে ২৯শে ফেব্রুয়ারী পর্যন্ত সম্পন্ন হয়েছে ২০২৪ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আট লক্ষের কিছু বেশি পরীক্ষার্থী। স্বাভাবিকভাবেই পরীক্ষা শেষে অভিভাবক ও শিক্ষার্থীরা অপেক্ষা করছিলেন ফলাফল প্রকাশের। দু’মাস দশদিনের অপেক্ষা শেশে এদিন বুধবার ৮ই মে ফলপ্রকাশ হতে চলেছে রাজ্যের লাখ লাখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর।

রাজ্য হায়ার সেকেন্ডারি কাউন্সিলের তরফে জানানো হয়েছে, অন্যান্যবারের চেয়ে এবারে সামান্য নিয়মের পরিবর্তন করে প্রকাশ করা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। প্রত্যেকবার বেলা বারোটায় সাংবাদিক সম্মেলনে HS এর ফলাফল ঘোষণা করেন সংসদ সভাপতি। এরপর ১২:৩০ থেকে অনলাইনে ফলাফল জানতে পারেন বিদ্যার্থীরা। এবারে সাংবাদিক বৈঠকে ফলপ্রকাশ করা হবে দুপুর ১ টা নাগাদ। স্টুডেন্টরা ওয়েবসাইটে রেজাল্ট জানতে পারবেন তিনটার পর থেকে।

সংসদ সূত্রে আরও খবর, এদিন ৮ই মে পরীক্ষার ফলাফল প্রকাশ হলেও সেইদিনই মার্কশীট হাতে পাবেন না পরীক্ষার্থীরা। ফলপ্রকাশের দু’দিন পরে অর্থাৎ ১০ই মে শুক্রবার ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশীট স্কুলগুলো ছাত্র-ছাত্রীদের বিতরণ করবে বলে কাউন্সিল সূত্রে জানা গিয়েছে।

west-bengal-higher-secondary-result-2024-check-online-this-way

আরও পড়ুনঃ- সরকারি কর্মীদের জন্য নতুন ছুটির বিজ্ঞপ্তি। ছুটির নতুন নিয়ম চালু করলো সরকার।

অনলাইনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানার জন্য পরীক্ষার্থীরা নিম্নলিখিত সাইটগুলো ভিজিট করে নিম্নলিখিত পদ্ধতিতে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

wbchse.wb.gov.in
wbresults.nic.in

ফলাফল ও মার্কশীট অনলাইনে দেখার জন্য উক্ত যেকোনো সাইটে গিয়ে West Bengal Higher Secondary Examination Results 2024 এ ক্লিক করুন। এরপর একটি নতুন পেজ খুলে যাবে। এখানে পরীক্ষার্থীর রোল/রেজিষ্ট্রেশন নম্বর, Date of Birth এবং ক্যাপচা দিয়ে সাবমিট করলেই প্রার্থীর রেজাল নম্বর ও গ্রেড সহ আপনার ডিভাইসের স্ক্রিনে ভেসে উঠবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যেকোনো গুরুত্বপূর্ণ বিস্তারিত Latest আপডেট সবসময় পেতে চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপে ফলো করুন। তথ্যটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। ধন্যবাদ।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

ফেসবুক:- Link