রাজ্যের সরকারি কর্মীদের বেতন বেড়ে হলো ৩৯,০০০ টাকা। একধাক্কায় বেতন অনেকটাই বৃদ্ধি পেল।

বাংলার সরকারি কর্মীদের জন্য দারুন সুখবর। রাজ্যের এই সকল সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় অনেকটাই বাড়লো। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পেয়ে ন্যূনতম বেতন ৩৯,০০০ টাকা পর্যন্ত হলো। বিজ্ঞপ্তি নোটিশ জারি করলো নবান্ন। খুশিতে ডগমগ সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা। কোন ডিপার্টমেন্টে এর কর্মীদের বেতন বাড়লো? কবে থেকে নতুন পে স্কেলে বেতন বাড়বে জানিয়ে দিল রাজ্য সরকার।

   

রাজ্য সরকার সূত্রে খবর, এতদিন ধরে ন্যূনতম দশ হাজার একশো নব্বই টাকা বেতনে কাজ করছিলেন ওই বিভাগের কর্মীরা। মূলত মাসিক ভাতা দেওয়া হচ্ছিল ওই সরকারি কর্মীদের। এবারে সরকারের তরফে জানানো হয়েছে, একেবারে সাত হাজার টাকা বৃদ্ধি পেল উক্ত দপ্তরের কর্মীদের বেতন।

সম্প্রতি রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে এমনই এক গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে। জানা গিয়েছে, রাজ্যের স্কুলগুলিতে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক (Contractual Computer Teachers) বেতন বৃদ্ধি নিয়ে সরকারি নোটিশ জারি করেছে রাজ্য সরকার। নোটিশে কন্ট্রাক্ট এর ভিত্তিতে রাজ্যের বিদ্যালয় গুলিতে নিযুক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে।

আরও পড়ুনঃ- বিদ্যুৎ বিলে ৭৫ শতাংশ ছাড়। সেইসঙ্গে ১ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার।

west bengal govt increased salary of contractual computer teachers

নোটিশে আরও বলা হয়েছে, আগে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বেতন বৃদ্ধি না হলেও এখন থেকে অভিজ্ঞতার ভিত্তিতে উক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে। কোনো শিক্ষক যদি একটানা কুড়ি বছর শিক্ষকতা করেন তার বেতন হবে ৩৯,০০০ টাকা, পনেরো বছর শিক্ষকতা করলে ন্যূনতম বেতন হবে বত্রিশ হাজার টাকা। এছাড়া দশ বছর কাজ করলে বেতন হবে ছাব্বিশ হাজার টাকা এবং পাঁচ বছর শিক্ষকতা করে থাকলে ন্যূনতম ভাতা হবে ২১,০০০ টাকা।

রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেটস, দেশ বিদেশের টাটকা খবর, স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ স্কলারশিপ, চাকরিপ্রার্থীদের জন্য নানান জব আপডেট ও পেনশন প্রাপকদের ভাতা সংক্রান্ত যেকোনো বিস্তারিত লেটেস্ট আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ফেসবুক বা গুগল নিউজ এ ফলো করুন।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page