৪ নয়, ১৪ ও নয়। এবার পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের একলাফে বেতন বাড়লো ১০ শতাংশ। ডিএ বেড়ে হলো ১৫১ শতাংশ। এদিন ১৩ই জুন, বৃহস্পতিবার রাজ্য সরকার বেতন বৃদ্ধির সুখবরটি দিয়ে দিল রাজ্য সরকারি কর্মীদের। কি বলা হয়েছে নির্দেশিকায়। কবে থেকে এই বর্ধিত ডিএ পাবেন। বিস্তারিত পড়ুন নিচের প্রতিবেদনে।
প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বের তুলনায় চার শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করে নির্বাচনি প্রচারে মূল বেতনের চৌদ্দ শতাংশ হারে ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথাও রেখেছেন। ভোটপর্ব মিটতেই মে মাসের পরিবর্তে পয়লা এপ্রিল থেকে বর্ধিত হারে মহার্ঘ বোনাস লাগু করেছে রাজ্য সরকার। এবার রাজ্যের এক শ্রেণির কর্মীদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ ঘোষণা নবান্নের।
রাজ্য শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীসভার বৈঠকের পরেই বড়ো সিদ্ধান্ত মমতা সরকারের। চার নয়, চৌদ্দও নয়। একেবারে একশত একচল্লিশ শতাংশ থেকে দশ শতাংশ বৃদ্ধি করে একশো একান্ন শতাংশ মহার্ঘ্য ভাতার ঘোষণা করে রাজ্য শীর্ষ নেতৃত্ব। এই ঘোষণায় রীতিমতো খুশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা।
রাজ্য সরকারের অধীনে থাকা সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন পেলেও সংস্কৃত টোল, অ্যাংলো ইন্ডিয়ান প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকেরা পঞ্চম বেতন কমিশনের আওতায় এতদিন বেতনের ১৪১ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। এদিন নবান্নের তরফে ঘোষণার পর তাদের মহার্ঘ ভাতা একলাফে ১০% বেড়ে ১৫১ শতাংশ হয়ে গেল।
তবে অ্যাংলো ইন্ডিয়ান প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি পেলেও বৃদ্ধি পায়নি রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় তারা ১৪ শতাংশ হারে বর্ধিত ডিএ পাচ্ছেন। রাজ্য সরকার ডিএ বৃদ্ধি সংক্রান্ত কোনও নোটিশ জারি করলেই সাথে সাথে তা আপনাদের জানানো হবে।
সরকারি ডিএ, রাজ্য ও কেন্দ্র সরকার চাকরি এবং স্কলারশিপ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের পুঙ্খানুপুঙ্খ আপডেট সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে থাকুন।
টেলিগ্রাম:- Link
গুগল নিউজ:- Link
হোয়াটসঅ্যাপ:- Link