পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা ও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর ফলাফল সংক্রান্ত মস্ত বড়ো আপডেট উঠে এসেছে। রাজ্যের দুই বড়ো ও শিক্ষার্থীদের জীবনের মাইলস্টোন দুই পরীক্ষার রেজাল্ট এর দিনক্ষণ ঢাক ঢোল পিটিয়ে (সংবাদমাধ্যমে) জানিয়ে দেওয়া হলো। পর্ষদ ও সংসদ সূত্রে খবর, এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাস করতে চলেছেন। উত্তরপত্র মূল্যায়নের কাজও শেষের দিকে। মে মাসেই প্রকাশিত হবে দুই পরীক্ষার রেজাল্ট।
West Bengal Board of Secondary Education এর এক প্রতিনিধি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার কাজ সদ্য শেষ হয়েছে। সেই সংক্রান্ত রিপোর্ট এসে পৌঁছেছে হেড এক্সামিনারের কাছে। এখন নম্বর বসানোর কাজ চলছে। প্রতিবছর প্রচুর পরীক্ষার্থী আশানুরূপ নম্বর না পাওয়ায় পরীক্ষার খাতা স্ক্রুটিনি/রিভিউ এর জন্য আবেদন করেন ছাত্র-ছাত্রীরা। রিভিউ, স্ক্রুটিনির পরেও নম্বর না বাড়লে অনেকে আবার RTI পর্যন্ত করেন। এবার অভিযোগের সেই সমস্যা কমানোর জন্য উত্তরপত্র Re-Checking এর কাজও শুরু হয়ে গিয়েছে।গতবারের তুলনায় প্রচুর সংখ্যক পরীক্ষার্থী পাস করতে চলেছেন এবারের পরীক্ষায়। বাড়বে পাসের হারও।
আরও পড়ুনঃ ৬০ শতাংশ নম্বর পেলেই কোলগেট স্কলারশিপে আবেদন করুন আর পেয়ে যান প্রতি বছর ৭৫,০০০ টাকা স্কলারশিপ।
পূর্বে এক সভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, CBSE, ICSE এর পড়ুয়ারা সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষায় ৯৮, ৯৯ শতাংশ নম্বর পেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরপত্র মূল্যায়নকারী পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে আগের বছরগুলোতে মহামারীর কারণে পড়াশোনার হালহকিকত বিচার করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করার। খাতা দেখার সময়ে শিক্ষকদের সহানুভূতি প্রদর্শন করতে বলেছেন মুখ্যমন্ত্রী।
যদিও গত বছরের তুলনায় মাধ্যমিকে কয়েক লক্ষ পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে। তবুও মাধ্যমিকের ফলাফল প্রকাশে শীঘ্রতা করছে পর্ষদ। পর্ষদ সূত্রে খবর, ২০২৩ সালের মাধ্যমিকের মার্কশীট তৈরীর কাজ শুরু হয়ে গেছে। আগামী মাসে ১৫ মে থেকে ১৭ মে এর মধ্যে সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে পর্ষদ। এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী (আনুমানিক ৯০ শতাংশের উপর) পাস করতে চলেছেন। প্রচুর সংখ্যক পরীক্ষার্থী First Division পেতে চলেছেন। যারা ন্যূনতম নম্বর পেয়েছেন তাদেরও পাস করানোর চেষ্টা চলছে। তবে যারা ফাঁকা খাতা জমা দিয়েছেন বা পরীক্ষার খাতায় উল্টোপাল্টা লিখে এসেছেন তারা অকৃতকার্য হতে পারেননি বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ রেশন গ্রাহকেরা পাবেন এলপিজি গ্যাসের সুবিধা। রেশন দোকানেই মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার।
এদিকে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক ফলাফল ঘোষণা নিয়েও তোড়জোড় শুরু করেছে West Bengal Council of Higher Secondary Education। সংসদ সূত্রে খবর, মাধ্যমিকের ফলাফল ঘোষণার এক সপ্তাহের মধ্যে অর্থাৎ মে মাসের চতুর্থ সপ্তাহে ফলাফল ঘোষণা করতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাস করতে চলেছেন বলে সংসদ সূত্রে খবর। উচ্চ মাধ্যমিকের খাতা দেখার কাজ সদ্যই শেষ হয়েছে। উত্তরপত্র পুনঃমূল্যায়নের কাজ চলছে। আগামী সপ্তাহেই মার্কশীট ছাপানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
ফলাফল প্রকাশের দিন নিম্নলিখিত ওয়েবসাইট গুলো থেকে রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা।
মাধ্যমিকের ফলাফল দেখার ওয়েবসাইট:- wbbse.wb.gov.in
উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখার ওয়েবসাইট:- wbchse.wb.gov.in
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার ফলাফল দেখার ওয়েবসাইট:- wbresults.nic.in
স্কলারশিপ, চাকরি ও সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে নিত্যনতুন আপডেট পেতে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে গুরুত্বপূর্ণ খবরের জগৎ টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
Telegram Channel:- Link
WhatsApp Group:- Link