তৈরি হচ্ছে বিরল যোগ। প্রচুর টাকা আসবে এই রাশির জাতক-জাতিকাদের হাতে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নভেম্বর মাসের শেষে তৈরি হচ্ছে গ্রহ-নক্ষত্রের এক বিরল যোগ। এই সময়ে সুখ-সমৃদ্ধি-প্রতিপত্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে। ধন-সম্পত্তির পাশাপাশি বৃদ্ধি পেতে চলেছে যশ ও খ্যাতিও। কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখকর জীবন আসতে চলেছে, নিচের আলোচনায় বিস্তারিত জেনে নিন।

   

জ্যোতিষ শাস্ত্র মতে বিভিন্ন গ্রহ-নক্ষত্র সময়মতো এক রাশি থেকে আরেক রাশিতে গমন করে থাকে। এরফলে গ্রহের এমন কিছু বিরল যোগ তৈরি হয় যার ফলে নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে আমূল-পরিবর্তন আসে। এই গ্রহযোগ গুলি সৃষ্টি হওয়ার ফলে কোনও রাশির ধারক ব্যক্তির জীবন সুখ-স্বচ্ছন্দ্যে ভরে ওঠে, তো কোনও রাশির জাতক-জাতিকাদের জীবন চরম দূর্দশার মধ্যে দিয়ে অতিবাহিত হয়।

আর সপ্তাহ খানেক বাদেই এমনই এক বিরল যোগ তৈরি হতে চলেছে। আগামী ২৭শে নভেম্বর বুধগ্রহ বৃশ্চিক রাশি হতে ধনু রাশিতে গমন করবে। এর ফলস্বরূপ বিরল ও শুভ বুধাদিত্য যোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই যোগের কারণে ১২টি রাশির জাতক-জাতিকারা ব্যক্তিগত জীবনে শুভাশুভ মিশ্র ফল লাভ করবেন। তারমধ্যে নিচের তিন রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন এই যোগ তৈরির কারণে। চলতি মাসের শেষের দিকে সুখ, সমৃদ্ধি ও প্রতিপত্তির সাগরে ভাসবেন এই তিন রাশির ধারকেরা।

কন্যা রাশি:-

নভেম্বরের শেষে বুধাদিত্য যোগ সৃষ্টির ফলে কন্যা রাশির জাতক জাতিকারা সুখ-সম্পত্তির সাগরে ভাসতে চলেছেন। চাকরি ও বাণিজ্য উভয় ক্ষেত্রেই আর্থিক উন্নতির যোগ পরিলক্ষিত হয়। ব্যবসায় বিনিয়োগ করলে ভালো পরিমাণ অর্থলাভের সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি:-

উক্ত যোগ তৈরির ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় সুখ-স্বাচ্ছন্দ্য ও আনন্দের সাথে দিন অতিবাহিত করবেন। এই সময় জাতক জাতিকাদের ভালো অর্থ যোগ দৃষ্ট হয়। চাকরিক্ষেত্রে প্রমোশনের সুযোগ আসতে পারে। ব্যাবসা শুরু করার ভালো সময় এটি।

মেষ রাশি:-

এই যোগ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রচুর মাত্রায় সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। এই সময় ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। বহুদিন ধরে আটকে থাকা সমস্যার সমাধান মিলবে। নতুন আয়ের পথ খুলে যাবে।

আরও পড়ুনঃ- কলেজ পড়ুয়াদের ১ লাখ টাকা বৃত্তি দিচ্ছে এই সংস্থা। চটজলদি আবেদন করুন।

উপরিউক্ত রাশিফল সম্পূর্ণই জ্যোতিষ শাস্ত্র মতে ব্যক্তিগত মতামত। তা সংশ্লিষ্ট রাশির জাতক জাতিকাদের জীবনের সাথে একই ফল লাভ নাও হতে পারে। এরজন্য ওয়েবসাইট কর্তৃপক্ষ কোনভাবেই দায়ী নয়। নির্দিষ্ট রাশির জাতক জাতিকাদের যার যার নিজের বিশ্বাস।

এমন আরও গুরুত্বপূর্ণ খবরাখবর, রাশিফল ও লটারি সংবাদ সংক্রান্ত সবরকমের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল এ জয়েন করুন।

হোয়াটসঅ্যাপ চ্যানেল:- Link

টেলিগ্রাম চ্যানেল:- Link