চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড়ো সুখবর। বহুদিন বাদে নির্দিষ্ট যোগ্যতায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশন। নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর পদে। কিভাবে আবেদন করবেন? এই পদে আবেদনের জন্য কি আবেদন যোগ্যতা থাকতে হবে? আবেদনের শেষ তারিখ কবে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানুন নিচের প্রতিবেদনে।
এমনিতেই বর্তমানে প্রতিযোগিতার বাজারে সরকারি চাকরি পাওয়া প্রায় দুষ্কর হয়ে উঠছে। তার মধ্যে রাজ্যের চাকরিতে নিযোগ দুর্নীতি ও বেহাল পরিকাঠামো ব্যবস্থায় প্রায় দিশাহীন হয়ে পড়ছিলেন বাংলার যুবক-যুবতীরা। এমতবস্থায় রাজ্য সরকারের পাব্লিক সার্ভিস কমিশনের এই নিয়োগ বিজ্ঞপ্তি বেকার চাকরিপ্রার্থীদের মনে যেন নতুন করে আশার সঞ্চার করলো।
কোন পদে নিয়োগ করা হবে?
নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের ল ডিপার্টমেন্ট এ সংশ্লিষ্ট ভাষায় (বাংলা, নেপালি ও সাঁওতালি) অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর হিসেবে।
শূন্যপদ:- ১৪ টি।
বেতনকাঠামো:- মূল বেতনক্রম ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত।
আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত(Eligibility Criteria):-
পাব্লিক সার্ভিস কমিশনের গ্রুপ সি সহায়ক অনুবাদক পদে আবেদনের জন্য প্রার্থী কে সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বাংলা, ইংরেজি, নেপালি বা সাঁওতালি ভাষায় স্নাতক বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:-
উক্ত পদে আবেদনের জন্য আবেদনকারীকে https://wbpsc.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে নথিভুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর পাসওয়ার্ড ও আইডি দিয়ে লগইন করে সঠিক তথ্যের সাহায্যে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করতে হবে। আবেদন করার ক্ষেত্রে ছবি, সিগনেচার ও প্রমাণপত্র আপলোডের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট ফর্ম্যাট এ নির্দিষ্ট ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করে Application, Submit করবেন।
প্রার্থী কিভাবে নির্বাচন করা হবে?
পাব্লিক সার্ভিস কমিশন সূত্রে খবর, WBPSC Group C Assistant Translator পদে লিখিত পরীক্ষা ও Interview এর মাধ্যমে প্রার্থী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আরও পড়ুনঃ- পড়ুয়াদের বার্ষিক ৬,০০০ টাকার বৃত্তি দেবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
আবেদন ফি:-
উক্ত পোস্টে আবেদনের ক্ষেত্রে জেনারেল প্রার্থীদের একটি নির্দিষ্ট টাকা আবেদন ফি স্বরূপ জমা দিতে হবে। সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের কোনোরূপ আবেদন ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখ:-
পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশনের ওই বিজ্ঞপ্তি নোটিশে জানানো হয়েছে, চলতি বছর ৩০শে সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। প্রায় একমাসব্যাপী আবেদন প্রক্রিয়া চলবে।
রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন চাকরির সরাসরি আপডেট পেতে আমাদের Telegram ও Google News এ অনুসরণ করুন।
Telegram:- Link
Google News:- Link