ANM ও GNM কোর্সে আবেদন ও ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উচ্চ মাধ্যমিকের পর অনেকেই কেরিয়ার নিয়ে বিভ্রান্ত থাকেন। ১০+২ এর পর কি নিয়ে পড়বেন তা স্থির করতে না পেরে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কোনো বিষয়ে নলেজ না থাকলে সেই বিষয় নিয়ে পড়লেও অনেক সময় চাকরি পেতে অসুবিধার মধ্যে পড়তে হয় ছাত্র-ছাত্রীদের। আজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে কোর্সটি পড়লে কাজের অভাব তো হয়ই না বরং দিন দিন এই কোর্সে পড়ার চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ ক্রমশ বেড়েই চলেছে।

   

আজকের প্রতিবেদনে আলোচনা করবো ANM ও GNM কোর্সের বিষয়ে। এটি একটি নার্সিং কোর্স। এই কোর্সে বিদ্যার্থীদের পড়ার আগ্রহ দিনকে দিন বেড়েই চলেছে। এটি এমন একপ্রকার কোর্স যেটি করলে বর্তমানে ও ভবিষ্যতে কর্মসংস্থানের প্রচুর সুযোগ রয়েছে। আগে কেবল মেয়েরাই এই কোর্সের জন্য যোগ্য থাকলেও বিগত কয়েক বছর থেকে ছাত্র ছাত্রী উভয়ই এই পেশাদারী কোর্সের প্রতি ঝুঁকছে। নীচে এই কোর্সের আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, প্রবেশিকা পরীক্ষা, সিলেবাস ও প্রয়োজনীয় নথি সম্পর্কে বিস্তারিত জানানো হলো।

এই পোস্টটিতে যে যে বিষয়গুলো জানতে পারবেন:-

  • ANM-GNM 2023 পরীক্ষা কবে হবে?
  • ANM & GNM পরীক্ষার সিলেবাস কি?
  • এএনএম ও জিএনএম ২০২৩ পরীক্ষার অ্যাডমিট কবে দেবে?
  • এবছরের ANM ও GNM পরীক্ষা Online না অফলাইনে হবে?
  • উচ্চ মাধ্যমিকে কত শতাংশ নম্বর পেলে এই পরীক্ষা দিতে পারবেন?

ANM ও GNM কোর্স বিষয়ে বিস্তারিত

এএনএম ও জিএনএম কোর্স হলো নার্সিং বিষয়ে পেশাদারি ডিপ্লোমা কোর্স। এএনএম ও জিএনএম এর পুরো কথাটি হলো যথাক্রমে অক্সিলারি নার্সিং এন্ড মিডওয়াইফারি এবং জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারি। ANM কোর্সের মেয়াদ ২.৫ বছর যেখানে GNM কোর্সের সময়সীমা ৩.৫ বছর। কোর্স দুটির শেষের ৬ মাস ট্রেইনিং এর জন্য বরাদ্দ। এএনএম কোর্সে নার্সিং এর কিছু প্রাথমিক ধারণা শেখানো হয় যেখানে পুঙ্খানুপুঙ্খ Nursing বিষয়ে জিএনএম কোর্সটি ডিজাইন করা হয়েছে।

আরও পড়ুনঃ পলিটেকনিকে ডিপ্লোমা কোর্সে ভর্তির জেক্সপো২০২৩ পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু?

ANM ও GNM কোর্স কোথায় পড়ানো হয়?

এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের একটি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পরীক্ষাটির নাম West Bengal Joint Entrance Exam for ANM & GNM। পশ্চিমবঙ্গের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড প্রতিবছর রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল ও নার্সিং কলেজে ANM ও GNM ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা নিয়ে থাকে। এই পরীক্ষায় Rank অনুযায়ী কাউন্সেলিং এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি নার্সিং কলেজে নার্সিং এর ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবেন ছাত্র-ছাত্রীরা।

আবেদন পদ্ধতি:-

নার্সিং এর ANM ও GNM কোর্সে আবেদনের জন্য স্টুডেন্টদের সর্বপ্রথমে wbjeeb.nic.in সাইটে গিয়ে স্ক্রল করে ANM & GNM এ যান। এরপর একটি বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিয়ে নাম রেজিষ্ট্রেশন করে নিন। এবারে অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে Apply এ যান। এখন অনলাইন আবেদন পত্রটি ওপেন হলে প্রয়োজনীয় তথ্য সহযোগে দরখাস্ত ফর্মটি ভালোভাবে পূরণ করুন এবং Application সাবমিট করুন। তারপর পরীক্ষার আবেদন ফি হিসেবে জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের ৪০০ টাকা এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৩০০ টাকা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে হবে।

দরখাস্তের সময় পাসপোর্ট মাপের রঙিন ফটো ও অন্যান্য প্রয়োজনীয় নথি নির্দিষ্ট সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করবেন। পেমেন্ট সফল হলে অটোমেটিক ভাবে কম্পিউটার ভিত্তিক Application Certificate জেনারেট হবে। এটি ডাউনলোড ও প্রিন্ট করে রাখবেন। ভবিষ্যতে ভর্তি ও কাউন্সেলিং এর সময় প্রয়োজন হবে।

শিক্ষাগত যোগ্যতা/আবেদনের শর্ত:-

  • ANM কোর্সের জন্য রাজ্য অথবা কেন্দ্র সরকার স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় ১০+২ উত্তীর্ণরা ইংরেজি অন্যতম বিষয় হিসেবে পড়ে থাকলে এই কোর্সের জন্য আবেদন করতে পারেন।
  • রাজ্য অথবা কেন্দ্র স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেয়ে দ্বাদশ পাসরা ইংরেজিতে পাস নম্বর থাকলে GNM কোর্সের জন্য আবেদন জানাতে পারেন।
  • ৪০% নম্বর নিয়ে ভোকেশনাল অথবা স্বাস্থ্যবিজ্ঞান নিয়ে 10+2 পাসরা ইংরেজি অন্যতম বিষয় নিয়ে পড়ে থাকলেও gnm কোর্সের জন্য যোগ্য।
  • এছাড়াও নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত রয়েছে এমন ANM কোর্স পাসরা GNM কোর্সের জন্য আবেদন করতে পারেন।
  • ৩১/১২/২০২৩ এর মধ্যে আবেদনকারীর বয়স ১৭ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনকারী কে শারীরিকভাবে সক্ষম (Physically Fit) হতে হবে।
  • প্রতিবন্ধী কোটায় সুযোগ পেতে প্রতিবন্ধকতার পরিমাণ ৪০%-৫০% হতে হবে।
  • বিদেশি পড়ুয়াদের 10+2 স্তরে পাস করে থাকতে হবে এবং এই পাসের সার্টিফিকেট Association of Indian Universities কর্তৃক স্বীকৃত হতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:-

anm-gnm

এবছরের জন্য আবেদন প্রক্রিয়া বন্ধ হয়েছে। WBJEE 2023 for ANM & GNM পরীক্ষার রেজিষ্ট্রেশন এর শেষ তারিখ ছিলো ২৪ ফেব্রুয়ারী, ২০২৩। রাজ্যের এবছরের নার্সিং প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ জুলাই, ২০২৩ তারিখে। পরীক্ষার ১০ দিন আগে অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। নার্সিং পড়তে আগ্রহী যারা এবছর আবেদন করতে পারেননি তারা আবেদনের জন্য আগামী বছর অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।

আরও পড়ুনঃ স্মরণশক্তি বাড়ানোর ও মাথা ঠান্ডা রাখার সহজ ১০ টি উপায়।

পরীক্ষা পদ্ধতি, প্রশ্নের ধরন, সিলেবাস ও নম্বর বিভাজন:-

পরীক্ষা হবে অফলাইনে পেপার ও পেন মোডে। MCQ টাইপের সর্বমোট ১১৫ নম্বরের মোট ১০০ টি প্রশ্ন আসবে। উত্তর করতে হবে OMR শিটে সার্কেল ভরাট করে। মোট সময় ১ ঘন্টা ৩০ মিনিট। পরীক্ষা হবে এইসব বিষয়ে,

দশম শ্রেণির সিলেবাস অনুযায়ীদ্বাদশ শ্রেণির সিলেবাস অনুযায়ী
Life Science 50English 15
Physical Science 25General Knowledge 10
Mathematics 10Reasoning 5
Total No. Of Questions= 100Total Marks= 115

সিলেবাস ও পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সম্বন্ধে বিস্তারিত জানতে wbjeeb.nic.in ওয়েবসাইটে যান।

সিটসংখ্যা:-

রাজ্যে সরকারি নার্সিং কলেজে ANM কোর্সে মোট সিটসংখ্যা ৯৬০। এবং GNM কোর্সে মেয়েদের জন্য সিটসংখ্যা ২,৬৯২ টি এবং ছেলেদের জন্য সিটসংখ্যা ১২৫ টি।

কাউন্সেলিং:-

পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি নার্সিং কলেজে ANM ও GNM কোর্সে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের WBJEE ANM GNM Online Counselling 2023 এ অংশগ্রহণ করতে হবে। এন্ট্রান্স পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে Rank অনুযায়ী প্রথম সারির কলেজ গুলিতে শূন্য আসনে ভর্তি হতে পারবেন।

কাউন্সেলিং ও ভর্তির সময় নিম্নলিখিত ডকুমেন্টস গুলি প্রয়োজন।

  • WBJEE ANM GNM 2023 Rank Card।
  • WBJEE 2023 প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার।
  • মাধ্যমিকের মার্কশীট।
  • জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
  • প্রতিবন্ধকতার সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।
  • পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র (TFW এর ক্ষেত্রে)।
  • স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট।
  • JEE Main 2023 Rank Card (যদি থাকে)।

কর্মসংস্থান:-

নার্সিং এর ANM ও GNM ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পর Medical ও Nursing Council এ আপনার নাম নথিভুক্ত করা হবে। এই কোর্স করার পর আপনাকে বসে থাকতে হবে না। বরং নার্সিং এর ৬ মাস ইন্টার্নশিপ শেষে সরকারি বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চাকরির বিজ্ঞপ্তি বেরোলে জুনিয়র নার্স, জেনারেল নার্স এর জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও বিভিন্ন বেসরকারি নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্র ও প্রাইভেট স্বাস্থ্য প্রতিষ্ঠাগুলিতেও প্রচুর কর্মসংস্থান রয়েছে।

সাম্প্রতিককালে জিজ্ঞেস করা প্রশ্ন (FAQ)

প্র:- ANM ও GNM পরীক্ষার জন্য বয়সের ঊর্ধ্বসীমা কত?

উ:- এই কোর্সে ভর্তির জন্য প্রার্থীর ন্যূনতম বয়স ১৭ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর বয়স হতে হবে।

প্র:- বানিজ্য (Commerce) বিভাগের পড়ুয়ারা এই কোর্সে ভর্তি হতে পারবেন?

উ:- হ্যাঁ, পারবেন।

প্র:- এএনএম-জিএনএম পরীক্ষা বছরে কতবার হয়?

উ:- বছর একবার হয়।

Leave a Comment