চলতি মাসে দীর্ঘদিন বন্ধ স্কুল-অফিস।থাকছে রথযাত্রা-মহররমের ছুটিও।

এমাসে বেশ কয়েকদিন বন্ধ থাকতে চলেছে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস। রথযাত্রা, মহরম সহ বেশ কয়েকটি ছুটি থাকছে। কবে কবে সেই ছুটি গুলি নিচের প্রতিবেদনে বিস্তারিত তথ্য জেনে নিন।

   

প্রত্যেক মাসেই সাপ্তাহিক ছুটি রবিবার। এছাড়াও এখন ফি মাসে দ্বিতীয় ও চতুর্থ শনিবারও বন্ধ থাকে ব্যাঙ্ক গুলি। পাশাপাশি আঞ্চলিক কিছু উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানের কারণে বন্ধ থাকে স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, কোর্ট-কাছারি। এমাসেও তার ব্যতিক্রম নয়। জুলাই মাসেও বেশ কিছুদিন ছুটি পাবেন অফিস কর্মী ও শিক্ষার্থীরা।

দেশের বিভিন্ন রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে এবছরের মতোন গরমের ছুটির সমাপ্তি হয়েছে। রাজ্যেও বহুদিন আগেই স্কুলগুলির দরজা খুলে গিয়েছে। সামনের সেপ্টেম্বর মাসেই বিদ্যালয়গুলিতে ২০২৩-‘২৪ শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণির প্রথম সেমেস্টার। তাই বর্ষার আগমনে এবং গ্রীষ্মের ছুটির ইতিতে স্কুলগুলি খুলে যাওয়ায় এবারে জোরকদমে শুরু হয়েছে পঠন-পাঠন।

তবে জুলাই মাসে ফের একবার ছুটির তালিকা প্রকাশিত হলো। কবে কবে ছুটি থাকছে এমাসে। ৭ই জুলাই মাসের প্রথম রবিবার এবং রথযাত্রা উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস বন্ধ থাকবে। এরপর ১৩ই জুলাই মাসের দ্বিতীয় শনিবার ব্যাঙ্ক বন্ধ। ১৪ই জুলাই রবিবার সাপ্তাহিক ছুটি। ১৭ই জুলাই মহরম উপলক্ষ্যে সারা দেশেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও সরকারি-বেসরকারি অফিস ছুটি থাকছে।

various-holidays-in-july-2024-office-and-institution-are-closed

আরও পড়ুনঃ- ফের রাজ্যজুড়ে ছুটির আমেজ। বিশেষ নোটিশ জারি করলেন অতিরিক্ত মুখ্যসচিব।

২১শে জুলাই রবিবার সাপ্তাহিক ছুটি গুরুপূর্ণিমা উপলক্ষ্যে স্কুল- অফিস বন্ধ থাকবে। ২৭শে জুলাই মাসের চতুর্থ শনিবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ২৮শে জুলাই রবিবার সাপ্তাহিক ছুটি।

রাজ্য সরকারের বিভিন্ন ছুটির খবর, স্কলারশিপের আপডেট ও নানাবিধ সরকারি প্রকল্প সম্বন্ধে নিত্যনতুন বিস্তারিত লেটেস্ট আপডেট নিউজ সবার আগে জানতে আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হতে হবে। ধন্যবাদ। তথ্যটি শেয়ার করতে পারেন।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page