UPI ব্যবহারকারীরা পড়তে পারেন বিপদে চার্জ বাড়াতে চলেছে প্রতিটি UPI সংস্থা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

   

দেশ তথা বিশ্বে লেনদেনের ব্যবস্থার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে Unified Payments Interface বা ( UPI ) | তাই এবার টেলিকম সেক্টর এর মত ইউ পি আই পেমেন্ট এ সিস্টেমে চার্জ বসানোর সিদ্ধান্ত নিয়েছে  কেন্দ্রীয় সরকার | খুচরোর অভাবে আমাদের কাছে একটা মাধ্যম হয়ে উঠেছিল ইউপিআই পেমেন্ট সিস্টেম এতে করে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের কিছুটা আর্থিক সুরাহা হতো পাঁচ বা দশ টাকার পেমেন্ট অনায়াসে হয়ে যেত শুধুমাত্র ইউপিআই আইডি বা ইউপিআই কোড স্ক্যান করে আর এখন এই সুবিধা নিতে গেলে দিতে হবে চার্জ। তাই শুনেই মাথায় হাত আম নাগরিকবৃন্দের তবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এই নিয়ম চালু হলে UPI এর উপর অনেকটাই লাগাম টানবে সাধারণ মানুষ | 

UPI Payment Charges নিয়মগুলি কি কি 

এটা বলা অস্বীকার করা যায় না যে UPI মাধ্যমে লেনদেন একটি গুরুত্বপূর্ণ ও সুবিধাজনক মাধ্যম | ফিনান্সিয়াল ইনফো এর সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী যদি ইউপিআই লেনদেনের উপর অতিরিক্ত চার্জ বসানো হয় তাহলে ৭৫ শতাংশ ব্যবহারকারী পরিষেবা ছেড়ে দিতে পারে এটা অনুমান করা হচ্ছে | যে সমস্ত ব্যক্তিরা ইউপিআই লেনদেন কে দ্রুত ও সহজতর ভাবে গ্রহণ করেছেন তাদের কাছে এই মূল্যবৃদ্ধি একটা বড় ধাক্কায় পরিণত হতে পারে। এর প্রভাবে বিশেষ করে যারা ছোট ছোট লেনদেন করেন তাদের পকেটে চাপ বাড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল | 

২০১৬ সাল থেকে ইউপিআই পেমেন্ট সিস্টেম সারাদেশে ক্রমাগতভাবে জনপ্রিয়তা অর্জন করে চলেছে | আর UPI অ্যাপসগুলির মধ্যে যে সমস্ত অ্যাপস গুলি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে তাই সেগুলি হল Paytm, PhonePe, Google Pay, Axis Pay, BHIM , Amazon pay Whatsapp pay ইত্যাদি | আর এখন প্রতিটা টেলিকম কোম্পানিও তাদের নিজস্ব অ্যাপ এ ইউপিআই এর ফ্যাসিলিটি প্রদান করছে | এই ইউপিআই এর মাধ্যমে যেমন ব্যাংক একাউন্টে টাকা পাঠানো যায় তেমনি কোন ব্যক্তির ফোন নাম্বার বা ইউপিআইআইডি ব্যবহার করেও ব্যক্তির একাউন্টে টাকা দ্রুত পাঠানো যায় এতে করে যেমন সময় বাঁচে তেমনি লেনদেন খরচ কিছুটা পরিমাণ কম হয়।

বর্তমান সময়ে নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এর তুলনায় ইউপিআই পেমেন্ট করা অতি সহজ ও নিরাপদ একটি মাধ্যম | সম্প্রতি NPCI এর রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ আর্থিক বছরে UPI এর মাধ্যমে লেনদেনের সংখ্যা ৫৭ শতাংশ বেড়েছে এবং টাকার অঙ্কে প্রায় ১৩৯.১ লক্ষ কোটি টাকা লেনদেন হয়েছে।

কিন্তু ইউপিআই এর প্রচলন এত বৃহৎ হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকারে নতুন সিদ্ধান্ত ইউপিআই ব্যবহারকারীদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে | দেশের প্রায় ৩০০ এর বেশি জেলায় প্রায় ৫০০০০ এর উপরে ইউপিআই ব্যবহারকারীদের উপরএকটি একটি সমীক্ষা করে জানা গেছে যে দেশের বেশিরভাগই মানুষ ইউ পি আই এর মাধ্যমে তাদের মাসিক গৃহস্থলীর খরচের অধিকাংশ লেনদেন করেন | আর এই পেমেন্ট ব্যবস্থায় যদি সরকার চার্জ বসান তাহলে এটি ব্যবহার করা বন্ধ করবেন অধিকাংশ নাগরিক। 

কেন্দ্রীয় সরকার অর্থ মন্ত্রক এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের ( RBI) উচিত এখান থেকে একটি সুদীর্ঘ পদক্ষেপ গ্রহণ করার যাতে করে এই সমস্যা থেকে মুক্তি লাভ করা যায় | ইউপিআই লেনদেনের ক্ষেত্রে চার্জ বসাতে গেলে আগে অবশ্য ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করা দরকার | আর হঠাৎ করেই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে ইউপিআই ব্যবহারকারীর উপর চাপ তো বাড়বেই এছাড়াও ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রেও একটা বড় সমস্যা দেখা দিতে পারে | আপনার কি মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন |