পুজোর মরশুমে সাক্ষাৎ লটারি! দুর্গাপূজা নিয়ে বড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

এ যেন সাক্ষাৎ লটারি লাগলো! মা দূর্গা যেন দু’হাতে ভরে আশীর্বাদ করেছেন। পুজোর মরশুমে পঁচাশি হাজার টাকা করে পাবেন এরা। ঘোষণা করে দিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুশিতে আত্মহারা এরা। কবে পাবেন এত টাকা? কেনই বা দেওয়া হচ্ছে এই বিশাল অঙ্কের টাকা সবটা জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইলো।

   

সামনেই বাঙালির সবচেয়ে বড়ো প্রাণের উৎসব দুর্গাপুজো। দুঃখ-আনন্দে, ঢাকে-ঢোলে, খাওয়া-দাওয়া, নাচে-গানে, ঘোরাঘুরিতে মাতবে আপামর বাঙালি সহ অ-বাঙালিরাও।ঠিক এমন সময়ে ঘটে গেল মিরাকল নাকি গিমিক! এদিন একুশের মঞ্চ থেকে বাঙালির দুর্গাপূজা নিয়ে বড়ো বার্তা দিলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কি বললেন তিনি চলুন জেনে নিই।

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বছরে ইউনেস্কোর Intangible Culture Heritage এর স্বীকৃতি পেয়েছে বাঙালির দুর্গাপুজো। মূলতঃ এই দুর্গাপূজা কে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণীর মানুষের অন্ন কর্ম তথাপি অর্থসংস্থান হয় বলেই এই সম্মাননা। এই আনন্দে দুর্গাপূজার কার্নিভাল জেলায় জেলায় আগের তুলনায় আরও জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়ে আসছে।

সম্প্রতি আঠারোতম লোকসভা নির্বাচনেও রাজ্যের নিরিখে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মানুষ তাঁর দলকে ঢালাওভাবে আশীর্বাদ করায় বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি দেশ থেকে বিজেপিকে তাড়াতে সকলকে জোটবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ- শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুরি এবং পোশাক কেন পরে মেয়েরা? কারণ জানলে চমকে যাবেন!

they will get lottery in durga puja 2024

একপ্রকার এই খুশিতেই এবার বাংলার প্রায় ৪৩,০০০ ক্লাব সংগঠনকে দুর্গাপূজার জন্য ৮৫,০০০ টাকা অনুদান দেবেন তৃণমূল কংগ্রেস সরকার। ১০ বছর বা তার বেশি সময় ধরে রেজিস্ট্রিকৃত ক্লাবেরা এই টাকা পাবে বলে ধর্মতলার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে জোড়ালো বার্তা দিয়েছেন খোদ নেত্রী। একসময় তিনি বলেছিলেন মানুষ পাশে থাকলে তাকেও বিপদের দিসে পাশে পাওয়া যাবে। এটা কি তবে তারই প্রতিদান?

যদিও হকের ডিএ না বাড়িয়ে ক্লাবগুলোকে অনুদান দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী এই অভিযোগে আদালতে মামলা মোকদ্দমার শেষ নেই। তবে রাজ্যের কোষাগার অনুদানের এই টাকা আসছে কোত্থেকে? এই প্রশ্নে রাজ্যকে জর্জরিত করলেও ডিএ সরকারি কর্মীদের আইনি অধিকার নয়! রাজ্যের পাল্টা চালে মামলাকারীদের বেগ পেতে হয়েছে সুপ্রিম কোর্টে। বর্তমানে ডিএ সংক্রান্ত মামলার শুনানি পর্ব ফের পিছিয়ে দেওয়া হয়েছে।

রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট, যোজনা-প্রকল্প, বৃত্তি-ফেলোশিপ, চাকরি-কর্মসংস্থানের খবর সম্পর্কে a to z বিষয় জানতে হলে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গুলিতে যুক্ত হতে ভুলবেন না।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page