গরমের ছুটি বাতিল? ক্লাস হবে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত। ছাত্র-শিক্ষককে স্কুলে আসতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে গরমের ছুটি। তবে গ্রীষ্মের ছুটি পেয়েও পেলেন না ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। কেন এমন হলো? প্রচন্ড গরমের মধ্যেও স্কুলে আসতে হবে শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের! নির্দেশ মুখ্যসচিবের। নির্দেশ শুনে কার্যত মাথায় হাত মাথায় হাত পড়েছে শিক্ষক মহল থেকে শুরু করে শিক্ষার্থীদের মধ্যে।

   

পূর্বভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা এখন ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড এর আশেপাশে ঘোরাফেরা করছে। হিটওয়েভ চলায় নাজেহাল অবস্থা শিক্ষক, বিদ্যার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের। গরমে পর্যাপ্ত পানীয় জল ও ORS এর ব্যবস্থা রাখা হচ্ছে স্কুলে স্কুলে। প্রচন্ড দাবদাহের কারণে স্কুল পড়ুয়াদের স্বাস্থ্যের বিষয়টিকে প্রাধান্য দিতে সামার ভ্যাকেশন কে এগিয়ে নিয়ে আসা হয়েছে। শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে গরমের ছুটিতেও বাধ্যতামূলকভাবে বিদ্যালয়ে আসতে হবে শিক্ষকদের।

এরইমধ্যে মুখ্যসচিব জেলায় জেলায় স্কুল পরিদর্শকদের নির্দেশ দিয়েছেন গরমে সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত ক্লাস করাতে স্কুলে আসতে হবে শিক্ষকদের। যথা সময়ে উপস্থিত হতে হবে ছাত্র ছাত্রীদেরও। গ্রীষ্মের যে একমাস ছুটি সরকারি তরফে শিক্ষা দপ্তর জারি করেছে। সেই সময়ের মধ্যেও সকালবেলা এসে হাজিরা দিতে হবে টিচার ও স্টুডেন্টদের।

হ্যাঁ এমনই নির্দেশিকা নোটিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বাংলার পার্শ্ববর্তী রাজ্যের বিহার শিক্ষা দপ্তর। ক্লাস ওয়ান থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে যারা লেখাপড়ায় দুর্বল। যারা বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন তাদের বিশেষ ক্লাস করানোর জন্য মুখ্যসচিব গ্রীষ্মের ছুটিতেও সংশ্লিষ্ট ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ- এরা সকলে পাবেন ৫,০০০ টাকা প্রতি মাসে। নতুন প্রকল্পের ঘোষণা হয়ে গেল।

teachers-and-students-have-to-come-to-school-in-summer-vacation

চাইলে উক্ত ব্যতীত অন্যান্য পড়ুয়ারাও এই স্পেশাল ক্লাস করতে পারেন। এই নির্দেশিকা ঠিকঠাক পালিত হচ্ছে কিনা সেজন্য জেলায় জেলায় স্কুল ইন্সপেক্টর দের ব্লকে ব্লকে বিদ্যালয়গুলো ঘুরে দেখে রিপোর্ট পেশ করতে আদেশ করেছেন চিফ সেক্রেটারি। তাই শিক্ষার্থী বা শিক্ষকেরা যারা গরমের লম্বা ছুটিতে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলেন তাদের সেই ইচ্ছা আপাতত স্থগিত রাখতে হচ্ছে।

বিভিন্ন ছুটির আপডেট এবং সরকারি যেকোনো গুরুত্বপূর্ণ তাজা খবর বিষয়ে পুঙ্খানুপুঙ্খ নোটিফিকেশন এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে রোজ অবগত হতে নিচের গ্রুপে যোগ দিন। ধন্যবাদ। তথ্যটি শেয়ার করুন।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

গুগল নিউজ:- Link