ফের বাড়লো গরমের ছুটি? হাঁফ ছেড়ে বাঁচলো শিক্ষক, পড়ুয়া, শিক্ষাকর্মীরা।

আবারো কি বৃদ্ধি পেল গ্রীষ্মের ছুটি? রাজ্যের একপ্রান্তে প্রচন্ড গরমে শিক্ষক থেকে পড়ুয়াদের নাজেহাল অবস্থা তো রাজ্যের অপরপ্রান্তে অনুকূল আবহাওয়া বিরাজমান। এমতবস্থায় রাজ্য শিক্ষা দপ্তর কে স্কুল বন্ধ রাখা নিয়ে অস্থিতিস্থাপক সিদ্ধান্ত গ্রহণ করতে হলো। গরমের ছুটি বৃদ্ধি করা হবে নাকি বিদ্যালয়ের পঠন-পাঠনের সময় পরিবর্তন করা হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো রাজ্য শিক্ষা দপ্তর।

   

পশ্চিমবঙ্গজুড়ে চলছে আবহাওয়ার খামখেয়ালিপনা। উত্তরবঙ্গ জুড়ে যখন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ায় ওয়েদার যেমন আরামদায়ক রয়েছে, সেখানে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হট এন্ড রাফ ওয়েদার। সময় বয়ে গেলেও এখনো মৌসুমি বায়ু এসে প্রবেশ করেনি বঙ্গে। দক্ষিণবঙ্গজুড়ে জেলাগুলিতে এখনো চলছে প্রচন্ড দাবদাহ। যেকারণে রীতিমতো পুড়ছে দক্ষিণের জেলাগুলির রাস্তাঘাট-বাড়িঘর। মূলত এল নিনোর প্রভাবেই এমনটা হচ্ছে বলে আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন।

উল্লেখ্য, এমনিতেই গরমের তীব্রতার কারণে ২২শে এপ্রিল থেকেই অগ্রিম ছুটি পড়ে গিয়েছিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে। সেই দীর্ঘ গরমের ছুটি কাটিয়ে ১০ই জুন খুলে গিয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলি। তবে স্কুল খুললেও একটুও কমেনি গ্রীষ্মের প্রচন্ডতা। দক্ষিণের জেলাগুলিতে গরম এখনো দাপিয়ে বেড়াচ্ছে। তাই গরমে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ক্লাস করানো নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল স্কুল শিক্ষা দপ্তর।

রাজ্য শিক্ষা দপ্তর, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মাধ্যমিক শিক্ষা পর্ষদ কে নির্দেশ পাঠিয়েছে, রাজ্যের বিভিন্ন এলাকায় আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করে নির্দিষ্ট এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের সময় নির্ধারণ করতে পারবে সংশ্লিষ্ট স্কুলগুলি।

আরও পড়ুনঃ- আবার বাড়লো ডিএ। এমাসে ১৮ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্যের সরকারি কর্মীরা।

summer vacation extend and school time change

প্রসঙ্গত উল্লেখ্য, এমনিতেই গরম এবং নির্বাচনী ছুটির কারণে অনেক ক্লাস নষ্ট হয়েছে পড়ুয়াদের। আবার এদিকে সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার। তাই গরম থাকলেও স্কুল বন্ধ রাখার বিষয়ে সায় নেই শিক্ষা দপ্তরের। যেকোনও ভাবে সিলেবাস পূরণ করাই এখন মোদ্দা বিষয়। তাই স্কুল বন্ধের পরিবর্তে উষ্ণতাযুক্ত অঞ্চলগুলি তে স্কুল টাইম চেঞ্জ করে সকালের দিকে বিদ্যালয় খুলতে পরামর্শ দিয়েছে।

আপতত জুন মাসের অবশিষ্ট দিনগুলিতে প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে সংশ্লিষ্ট স্কুলগুলো চাইলে সকাল ৬ট-৭টা থেকেও শিক্ষার্থীদের ক্লাস করাতে পারে। এই বিষয়ে স্বাধীনতা স্কুলগুলো কে দিয়েছে WBBSE ও WBBP। এরকমম আরও গরমাগরম মশালাদার খবর সম্পর্কে সবসময় আপডেটেড থাকতে আমাদের পেজ নিয়মিত পরিদর্শন করুন।

রাজ্য শিক্ষা দপ্তর, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্য শিক্ষা পর্ষদের ছুটি, পরীক্ষা এবং অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে আমাদের নিচের লিঙ্কের মাধ্যমে গ্রুপগুলো তে জয়েন করুন। ধন্যবাদ।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page