কন্যা সন্তান থাকলে ১০ লাখ টাকা দিচ্ছে সরকার। কেন্দ্র সরকার চালু করেছে এই বিশেষ প্রকল্প। ন আপনার যদি ১০ বছরের কম বয়সী কন্যা সন্তান থাকে তবে সুকন্যা সমৃদ্ধি যোজনায় এই বিশাল পরিমাণ টাকা পেয়ে যাবেন আপনি। ন্যূনতম ২৫০ টাকা জমিয়ে তিনগুণ পর্যন্ত টাকার লাভ পাবেন। এই প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে, কি কি সুবিধা পাবেন, আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত সংক্রান্ত খুঁটিনাটি তথ্য নীচে আলোচনা করা হলো।
কন্যা সন্তানের লেখাপড়া, বিবাহের খরচ ও ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সুকন্যা সমৃদ্ধি যোজনায় যে কেউ তার কন্যা সন্তানের জন্য ন্যূনতম অর্থ সঞ্চয় করে ভবিষ্যতে মোটা অঙ্কের টাকা লাভ পেতে পারেন। আপনি প্রতি মাসে ২৫০, ৫০০, ১,০০০ টাকা জমিয়ে ৮ শতাংশ (২০২৩ সালের আপডেট অনুযায়ী) সুদের হারে সর্বোচ্চ ৬৩ লক্ষ টাকা পর্যন্ত পাবেন। এখানে জমাকৃত রাশির ওপর কোনো ট্যাক্স দিতে হয় না। এবং ম্যাচুরিটি তে পাওয়া টাকার ওপরও কোনোরূপ Tax ধার্য করে না সরকার।
সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা:–
আরও পড়ুনঃ অল্প টাকায় শুরু করুন এই ব্যবসা। আয় মাসে পঞ্চাশ হাজার টাকা।
- এই যোজনা সর্বসাধারণের জন্য। এখানে আপনি মাসিক ন্যূনতম ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১২,৫০০ টাকা পর্যন্ত জমা করতে পারবেন।
- কন্যা সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে জমাকৃত রাশির ওপর চড়া হারে (৮ শতাংশ) সুদ দিয়ে থাকে সরকার।
- এখানে জমাকৃত টাকার ওপর কোনোরূপ ট্যাক্স লাগু হয় না।
- কন্যা সন্তানের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত পিতা মাতা এই অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন।
- এই প্রকল্পে সঞ্চয়কালে যদি কোনো কারণে পিতার মৃত্যু হয় তবে অবশিষ্ট সময় সরকারই বাকি টাকা জমা করবে এবং ওই কন্যা একই রকম সুযোগ সুবিধা পাবেন।
- কোনো কারণবশত কন্যার মৃত্যু হলে একই সুদের হারে তৎক্ষনাৎ জমাকৃত টাকা তুলে নিতে পারবেন কন্যার অভিভাবক।
- কর্মসূত্রে বদলি হলে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিস এবং এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্থানান্তর (Transfer) করা যায়।
কোথায় সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা যায়?
Sukanya Samriddhi Yojona -য় অ্যাকাউন্ট খোলার জন্য আপনি পোস্ট অফিস অথবা আপনার ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে পারেন। তবে বিশেষ কিছু ব্যাঙ্ক এই যোজনার সুবিধা দিয়ে থাকে। যেমন- State Bank of India, HDFC Bank, Punjab National Bank সুকন্যা সমৃদ্ধির ফ্যাসিলিটি দিয়ে থাকে।
আরও পড়ুনঃ মিউজিশিয়ান হতে চান? এই স্কলারশিপের জন্য আবেদন করুন।
ম্যাচুরিটি তে কত টাকা পাওয়া যায়?
- আপনি যদি আপনার কন্যার নামে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে প্রতিমাসে ১,০০০ টাকা করে জমা করেন তবে ১৫ বছরে ১ লাখ ৮০ হাজার টাকা জমাতে পারবেন। ম্যাচুরিটির সময় পাবেন ৫ লাখ, ৯২ হাজার টাকা।
- প্রতি মাসে ২,০০০ টাকা জমা করলে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা জমা করতে পারবেন। তবে সুদসমেত পাবেন ১০ লাখ টাকা।
- প্রত্যেক মাসে ৪,০০০ টাকা করে জমা করলে ১৫ বছরে জমাবেন টাকা ৭ লাখ ২০ হাজার টাকা এবং সুদসমেত পাবেন ১৬ লক্ষ ২৭ হাজার টাকা।
- প্রত্যেক মাসে ৫,০০০ টাকা করে ১৫ বছর সঞ্চয় করলে মোট সঞ্চয় হবে ৯ লক্ষ টাকা এবং ম্যাচুরিটি তে পাবেন ২৫ লক্ষ টাকা।
- এবং আপনি যোজনার পূর্ণ মেয়াদ সঞ্চয় সম্পন্ন করলে ৬৩ লক্ষ টাকা পেয়ে যাবেন। এর জন্য প্রতিমাসে আপকে ১২,৫০০ টাকা করে জমা করতে হবে।
সুকন্যা সমৃদ্ধি তে আবেদনের শর্ত:-
- কেবল কন্যা সন্তানের নামেই এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- অ্যাকাউন্ট খোলার সময় কন্যা সন্তানের বয়স ১০ বছরের নীচে হতে হবে।
- এই যোজনায় ১৫ বছর পর্যন্ত কিস্তিতে টাকা জমা করতে হবে।
- আপনাকে পোস্ট অফিস/ব্যাঙ্কে গিয়ে এই টাকা জমা দিতে হবে। Net Banking সুবিধা থাকলে এর মাধ্যমেও টাকা জমা করতে পারেন।
- পরপর দু’মাস টাকা জমা না করলে অ্যাকাউন্ট Deactivate হয়ে যায়। পরে সামান্য কিছু টাকা চার্জ দিতে পুনরায় অ্যাকাউন্ট সক্রিয় করতে হয়ে।
২০১৫ সালে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের অন্যতম শরিক হিসেবে সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনেকেই প্রত্যেক দিন অনেক টাকাই বাজে খরচ করে ফেলেন। কিন্তু এই প্রকল্পে Invest এর মাধ্যমে আপনার ফুটফুটে কন্যা সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল ও উন্নত করতে পারবেন আপনি।
এরকম সব গুরুত্বপূর্ণ তথ্যের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে।
হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link
টেলিগ্রাম চ্যানেল:- Link