মহিলাদের প্রতি মাসে ন্যূনতম মাসিক ভাতা দেওয়ার পর এবার রাজ্যের পুরুষদের কথা ভাবলো রাজ্য সরকার। বেরোজগার পুরুষদের প্রত্যেক মাসে ন্যূনতম আয়ের বন্দোবস্ত করতে এক নতুন প্রকল্প চালু করলো রাজ্য সরকার। প্রতিমাসে কমপক্ষে ৬,০০০ টাকা এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলো সরকার। কারা কারা পাবেন জানুন বিস্তারিত।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার, মধ্যপ্রদেশের লাডলী বেহেনা যোজনা, উত্তরাখণ্ডের গৃহলক্ষ্মী যোজনা সহ বিভিন্ন নারী কল্যাণমূলক প্রকল্প চালু করে বিধানসভা নির্বাচনে ভোটব্যাংক বাজিমাৎ করেছে রাজ্য সরকারগুলি। সেই উদ্দেশ্য কে লক্ষ্য করে এবার বেকার যুবকদের কর্মসংস্থান ও ন্যূনতম আয়ের ব্যবস্থা করতে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে এই রাজ্য সরকার।
সম্প্রতি মহারাষ্ট্র রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। ভোটের কয়েক মাস পূর্বে তাই আটঘাট বেঁধে নামতে চাইছে সরকার। উল্লেখ্য, চলতি মাসেই রাজ্যের মহিলাদের জন্য লাডলী বেহেন যোজনা চালু করেছে রাজ্যের জোট সরকার। এই প্রকল্পের আওতায় প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হচ্ছে মহিলাদের। এবার বেকার যুবকদের যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়ার পাশাপাশি মাসিক ভাতা দেওয়ার ঘোষণা সরকারের।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ছেলে মেয়ের মধ্যে কোনও ভেদাভেদ থাকা উচিৎ নয়। তাই মহিলাদের পাশাপাশি রাজ্যের বেকার যুবকদের জন্য লাডলা ভাই যোজনা চালু করে আগ্রহী ও উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ- আর রেশন পাবেন না। গ্রাহকদের এই মেসেজ পাঠাচ্ছে খাদ্য দফতর।
এই প্রকল্পের অধীনে রাজ্যের বেকার যুবকেরা বিভিন্ন কারখানায় শিক্ষানবিশি বা ট্রেনির কাজ পাবেন। সেইসাথে পাবেন প্রতি মাসে স্টাইপেন্ড বা বৃত্তি। উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা পাবেন প্রত্যেক মাসে ৬,০০০ টাকা। ডিপ্লোমা উত্তীর্ণরা পাবেন ৮,০০০ টাকা প্রতি মাসে এবং স্নাতক ছেলেরা প্রতি মাসে ১০,০০০ টাকা করে বৃত্তি পাবেন বলে প্রাথমিকভাবে রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে।
গভর্নমেন্ট বিভিন্ন প্রকল্প, সরকারি স্কলারশিপ এবং লেটেস্ট জব সম্বন্ধিত এক্সক্লুসিভ সব আপডেট সবার আগে পেতে আমাদের ফলো করুন নিচের মাধ্যমে।
গুগল নিউজ:- Link
টেলিগ্রাম:- Link
হোয়াটসঅ্যাপ:- Link