কথা রাখলো সরকার। গৃহস্থ রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে বড়ো গুরুত্বপূর্ণ ঘোষণা করলো রাজ্য সরকার। শীঘ্রই চালু হতে চলেছে Mukhya Mantri Anna Chhatra Yojana। এই যোজনার আওতায় এবার প্রত্যেক বছর প্রত্যেক পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস প্রদান করবে সরকার। আরও বিস্তারিত কি জানালো রাজ্য সরকার সবটা জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
গ্যাস সিলিন্ডার নিয়ে বড়ো ঘোষণা। ১৪.২ কেজি LPG Cylinder নিয়ে বিরাট গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো সংবাদমাধ্যমের তরফে। রান্নার জন্য গ্যাস সিলিন্ডার নিয়ে আর চিন্তা করতে হবে না সাধারণ মানুষকে। কেননা ফি বছর ১টি নয়, ২টি নয়, তিনটি করে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডার পাবেন রাজ্যের মানুষ। বিধানসভা ভোটের প্রাক্কালে মাস্টারস্ট্রোক ঘোষণা রাজ্য সরকারের।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে NDA সরকার ৩০০ টাকা ছাড়ে বছরে ১২টি রান্নার গ্যাস সিলিন্ডার দিয়ে থাকে। অতিরিক্ত গ্যাস সিলিন্ডার নিলে পুরো দাম দিয়েই নিতে হয়। এক্ষেত্রে বাড়তি ভর্তুকি পাওয়া যায় না। সেরকম কেন্দ্র সরকারের অনুরূপে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে চমকপ্রদ ঘোষণা করলো মহারাষ্ট্র সরকার।
উল্লেখ্য, সামনেই রয়েছে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। আর রাজ্যে রয়েছে শিবসেনা দল ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির জোট সরকার, যা আবার কেন্দ্রের প্রধান নেতৃত্বাধীন দল বিজেপির শরিক। রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার অজিত পাওয়ার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী অন্ন ছাত্রা যোজনার মাধ্যমে রাজ্যের যোগ্য পরিবারগুলোকে প্রতি বছর ৩টি এলপিজি সিলিন্ডার একেবারে বিনামূল্যে প্রদান করা হবে।
আরও পড়ুনঃ- চলতি মাসে দীর্ঘদিন বন্ধ স্কুল-অফিস।থাকছে রথযাত্রা-মহররমের ছুটিও।
উল্লেখ্য, জুলাই মাসে দিল্লিতে এলপিজি সিলিন্ডারের মূল্য ৮০৩ টাকা। চেন্নাইতে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি মূল্য ৮১৮ টাকা ৫০ পয়সা। মহানগরী কলকাতায় ৮২৯ টাকা এবং মায়ানগরী মুম্বইতে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ৮০২.৫ টাকা।
রান্নার গ্যাস সিলিন্ডার সম্পর্কে সবধরনের আপডেট পেতে ও কেন্দ্র সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার সহ বিভিন্ন রাজ্য তথা সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুঙ্খানুপুঙ্খ এ টু যেট লেটেস্ট আপডেট সর্বপ্রথম আপনি পড়তে চাইলে আমাদের সামাজিক মাধ্যম গ্রুপ গুলিতে যুক্ত হন। ধন্যবাদ।
হোয়াটসঅ্যাপ:- Link
গুগল নিউজ:- Link
টেলিগ্রাম:- Link