আবার বাড়লো গ্রীষ্মের ছুটি। কতদিন পর্যন্ত বৃদ্ধি পেল সরকারের নতুন নির্দেশিকা পড়ুন।

আরও একবার বাড়ানো হলো গ্রীষ্মের ছুটি। ৩০শে জুন পর্যন্ত বন্ধ থাকবে সরকারি স্কুলগুলি। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও প্রখর তাপমাত্রায় পুড়ছে একাধিক এলাকা। এবার বর্ধিত গরমের ছুটির সিদ্ধান্তে সিলমোহর পড়লো খোদ রাজ্য সরকারের। নির্দেশিকায় কি জানানো হলো? কোন ক্যাটেগরির স্কুল আরও কতদিন বন্ধ থাকছে বিস্তারিত জানতে প্রতিবেদন পড়ুন।

   

প্রচন্ড গরমে কোথাও সাময়িক কিছুটা ঝড় বৃষ্টি হলেও কোনও কোনও অঞ্চলে একেবারেই দেখা নেই বৃষ্টিপাতের। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রধানত মৌসুমি বায়ু একই অক্ষরেখার ওপর অবস্থান এবং এল নিনোর প্রভাবেই এমনটা ঘটছে বলে মত ক্লাইমেটোলজিস্টদের। তাই এই অস্বাভাবিক গরমের কারণে এই রাজ্যে আরও বৃদ্ধি পেল গরমের ছুটি।

প্রসঙ্গত উল্লেখ্য, ইউপি BTC Teachers Association এর প্রেসিডেন্ট অনিলবাবু প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠিতে লিখেছেন রাজ্যে প্রচন্ড দাবদাহ চলার কারণে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে সামার ভ্যাকেশন ৩০শে জুন পর্যন্ত বর্ধিত করতে। এদিকে Primary Teachers Trained Graduates Association এর প্রেসিডেন্ট রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রাইমারি এডুকেশন বোর্ডের সেক্রেটারিকে গ্রীষ্মের ছুটি বাড়ানোর জন্য একই দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ- ফের বাড়লো গরমের ছুটি? হাঁফ ছেড়ে বাঁচলো শিক্ষক, পড়ুয়া, শিক্ষাকর্মীরা

state govt increases summer holidays to 28th june

উত্তরপ্রদেশ জুড়ে দাবদাহের তীব্রতা অব্যাহত থাকায় এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার দিকটি মাথায় রেখে তাই এখনই স্কুলগুলি খোলা সম্ভব হচ্ছে না। তবে গরমের ছুটি ৩০শে জুন পর্যন্ত না বাড়লেও বুনিয়াদি বিদ্যালয় গুলিতে ২৮শে জুন এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় গুলিতে গরমের ছুটি ২৪শে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, উত্তরপ্রদেশ রাজ্য সরকারের তরফে স্কুল এডুকেশন বোর্ডের আধিকারিক মিস্টার ভার্মা গ্রীষ্মের বাড়তি ছুটির এই গুরুত্বপূর্ণ ও জরুরি লেটেস্ট আপডেট খবরটি নিশ্চিত করেছেন।

রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ, বিস্তারিত লেটেস্ট আপডেট খবর সবার আগে পড়তে আমাদের টেলিগ্রাম, গুগল নিউজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ এ অনুসরণ করতে পারেন। ধন্যবাদ।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page