বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট। স্কুল টিচার ও অশিক্ষক কর্মীদের জন্য দীর্ঘদিন ব্যাপী ছুটির সময় এগিয়ে নিয়ে এল সরকার। নবান্নের নির্দেশে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ।
এদিন সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি রামানুজ গাঙ্গুলি জানিয়েছেন, এখন থেকে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি নিতে পারেন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। সাধারণত বিদ্যালয় প্রাঙ্গণ ছুটি হওয়ার আগে, ৩ টা ত্রিশ মিনিট থেকেই বিদ্যালয় ছেড়ে যেতে পারবেন তারা।
তবে মধ্য শিক্ষা পর্ষদের জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এই ছুটির সুযোগ সুবিধা পাবেন না। কেবল ইসলাম ধর্মাবলম্বী মুসলিম সম্প্রদায়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা এই বাড়তি ছুটির সুবিধা পাবেন। রমজান মাস উপলক্ষ্যে রোজা পালনের জন্য স্কুল ছুটির নির্দিষ্ট সময়ের আগেই ছুটি নিয়ে বেরিয়ে যেতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষা কর্মীরা।
আরও পড়ুনঃ- ডিএ সংক্রান্ত দারুণ খবর। এতদিন পর বেতনের অর্ধেক টাকা মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা।
প্রসঙ্গত উল্লেখ্য, দিনের রোজার উপোস ভঙ্গন করে সন্ধ্যেবেলায় ইফতারে যোগ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে কোনো মুসলিম শিক্ষক তথা শিক্ষা কর্মীরা না চাইলে তারা আগে ছুটি নাও নিতে পারেন। এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের বেলায় নির্ধারিত ছুটির সময়েই বিদ্যালয় ছুটি হবে।
এরকম বিশেষ ছুটি এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ছুটি সংক্রান্ত সমস্তরকম আপডেট সবার আগে পেতে আমাদের গুগল নিউজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ এ যুক্ত হতে পারেন।
হোয়াটসঅ্যাপ এ যোগ দিন:- Link
টেলিগ্রাম এ যোগ দিন:- Link
গুগল নিউজ:- Link