আসন্ন ২০২৪ লোকসভা নির্বাচনের কারণে রাজ্যের বিদ্যালয়গুলি দফায় দফায় ছুটি বাংলাজুড়ে। মোট সাতটি দফায় ভোটপর্ব চলার কারণে জেলায় জেলায় বিভিন্ন দিনে বন্ধ থাকবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। সেজন্য ভোটগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী সহ ছাত্র ছাত্রীদের ক্ষেত্রবিশেষে একাধিক দিন বন্ধ থাকবে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলি।
রাজ্যের বেশিরভাগই স্কুলগুলো ভোটের পোলিং স্টেশন হিসেবে ব্যবহৃত হওয়ায় ভোটগ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত বন্ধ থাকে স্কুলগুলি। বিভিন্ন কলেজ ও পলিটেকনিক কলেজেও একই কারণে নির্বাচিত দিনগুলোতে পঠন-পাঠন বন্ধ থাকে। ছুটি থাকে শিক্ষক, শিক্ষাকর্মী ও পড়ুয়াদেরও। ভোট গ্রহণের জন্য কোন জেলায় কবে বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান?
১৯শে এপ্রিল থেকে রাজ্যে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। মোট ৭টি দফায় ভোটপর্ব সম্পন্ন হবে বাংলায়। চব্বিশে লোকসভা নির্বাচনের দামামা বাজতেই শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে বিভিন্ন তারিখ ছুটির দিন ধার্য করেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে সেই কথাই ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। প্রথমের ধাপে উত্তরবঙ্গে ভোটপর্ব সম্পন্ন হবে। শেষের ধাপে চলবে দক্ষিণবঙ্গে ভোট গ্রহণ প্রক্রিয়া।
কেবল ভোটের দিনই নয়। ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্বাচনের প্রস্তুতি পর্ব ও নির্বাচন পরবর্তী নিরাপত্তা কারণে ভোট গণনা পর্যন্ত বন্ধ রাখা হয় ভোটগ্রহণ কেন্দ্র বা বুথগুলি। আগামী ১৬ই এপ্রিল থেকে ২০শে এপ্রিল পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নির্বাচনের (ভোটগ্রহণ পর্ব ১৯শে এপ্রিল, রবিবার) কারণে বন্ধ থাকবে। মোট পাঁচদিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।
আগামী ২৪শে এপ্রিল হতে ২৭শে এপ্রিল পর্যন্ত ভোটগ্রহণের দ্বিতীয় দফায় দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে নির্বাচনের কারণে (ভোটগ্রহণের তারিখ ২৬শে এপ্রিল শনিবার) মোট চারদিন স্কুল ও কলেজ বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ- ১৪ জুনের আগে সারুন এই কাজ। নাহলে সরকারি সুযোগ সুবিধা কিছুই পাবেন না।
এছাড়াও ৬ই মে থেকে ২রা জুন, ২০২৪ পর্যন্ত গ্রীষ্মের ছুটির কারণে পশ্চিমবঙ্গ জুড়ে বন্ধ থাকবে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলি। সরকারি ছুটি ও রবিবার বাদে মোট বাইশ দিন গরমের ছুটি পাচ্ছেন শিক্ষক শিক্ষাকর্মী এবং বিদ্যার্থীরা। সেইসঙ্গে তৃতীয় দফা থেকে সপ্তম দফা পর্যন্ত বাংলার বাকি জেলাগুলিতে ভোটগ্রহণের ছুটি গরমের এই ছুটির মধ্যে অন্তর্ভুক্ত হবে।
রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আবশ্যিক ও বিশেষ ছুটির খবরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নিত্যনতুন লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পেতে আমাদের টেলিগ্রাম এ হোয়াটসঅ্যাপ এ যুক্ত হতে ভুলবেন না। তথ্যটি বন্ধুদের সাথে শেয়ার করুন।
হোয়াটসঅ্যাপ:- Link
টেলিগ্রাম:- Link