পুজোর আগে লটারি। সরকারি কর্মীদের এই ভাতা বাড়লো। সঙ্গে পাবেন ৬% সুদ।

দুর্গাপুজোর আগে লটারি। সরকারি কর্মচারীদের জন্য খুশির সংবাদ। বহু প্রতীক্ষার পরে রাজ্যের সরকারি কর্মীদের এই বিশেষ ভাতার পরিমাণ বাড়তে চলেছে। সেই সঙ্গে ৬ শতাংশ সুদের হার। খুব তাড়াতাড়ি সরকারি কর্মীদের বকেয়া মেটানোর কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। কি মামলা হয়েছিল? কি জানিয়েছে রাজ্য উচ্চ আদালত?

   

সুদীর্ঘ প্রায় বারো বছর ধরে এই মামলা ঝুলে রয়েছিল আদালতে। উল্লেখ্য, ‘কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে’ -বহুদিন থেকেই এই দাবিতে অনড় রাজ্যের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারী সদস্যরা। যদিও ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠলে রাজ্যের যুক্তি ডিএ কর্মীদের আইনি অধিকার নয় এই যুক্তির কাছে বড়ো ধাক্কা খেয়েছেন রাজ্যের ডিএ আন্দোলনকারীরা।

তবে এবার দীর্ঘ বারো বছর ধরে পড়ে থাকা এক জটিল ধাঁধার নিষ্পত্তি হতে চলেছে। রাজ্য সরকারের যুক্তি, স্বামী-স্ত্রীর মধ্যে কেউ সরকারি এবং অপরজন বেসরকারি চাকরি করলে কেবল একজনই ঘরভাড়া ভাতা বা হাউজ রেন্ট অ্যালাওয়েন্স পাবেন। এদিন মহামান্য হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলার রায় দেন আন্দোলনকারীদের পক্ষে।

আদালতের সেই রায় রাজ্যের বেশ কিছু অংশে লাগু হলেও এখনো অনেক এলাকাতেই কোর্টের নির্দেশ মানা হয়নি এই যুক্তিতে বিগত বছর কোর্টে ফের মামলা হয়। এবার সরকারের যুক্তি কে খারিজ করে দেন বিচারপতি বাসু। শীঘ্রই বকেয়া HRA মেটানোর নির্দেশ দেন হাইকোর্টের জাজ।

salary-of-govt-employees-will-increase-with-6-percent-interest

আরও পড়ুনঃ- রেশন কার্ড থাকলেই ১২,০০০ টাকা করে পাবেন এই প্রকল্পে।তাড়াতাড়ি করুন।

আগামী একমাসের মধ্যে বাড়ি ভাড়ার ভাতা বাবদ সমস্ত বকেয়া রাজ্য সরকারি কর্মীদের মিটিয়ে দেওয়ার কড়া নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বাবু। সেইসাথে বকেয়া টাকার ওপর ছয় শতাংশ সুদও সরকার কে মেটাতে হবে বলে জানিয়েছেন মহামান্য মাই লর্ড। কোর্টের নির্দেশ অমান্য করলে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুশিয়ারী দিয়েছেন বিচারপতি বসু।

সরকারি কর্মীদের বিভিন্ন ভাতা, ডিএ, রাজ্য ও কেন্দ্রের বেতন ও পেনশন এবং গ্র্যাচুইটি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের এ টু যেট আপডেট সবসময় আগেভাগে জানতে হলে আমাদের অনুসরণ করুন গুগল নিউজ বা হোয়াটসঅ্যাপে। ধন্যবাদ।

হোয়াটসঅ্যাপে যুক্ত হোন:- Link

গুগল নিউজ ফলো করুন:- Link

Like Facebook Page