মধ্যবিত্তের হেঁশেলে আগুন! বাড়তে চলেছে গ্যাস সিলিন্ডার প্রতি খরচ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মধ্যবিত্তের হেঁশেলে আগুন। ফের সাধারণ মানুষের জন্য অস্বস্তির খবর শোনাল প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল কোম্পানিগুলো। বাড়তে চলেছে এলপিজি সিলিন্ডার প্রতি খরচ। গ্যাস বুকিংএর খরচ বৃদ্ধি পেতে চলেছে। মে মাস থেকেই এই নয়া নিয়ম লাগু হতে চলেছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

   

নির্বাচনের মুখে কিছুদিন আগেই রান্নার কাজে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় উপাদান এলপিজি সিলিন্ডার দাম কমিয়েছিল সরকার। তবে এখন গ্যাস কোম্পানিগুলোর LPG Cylinder সংক্রান্ত এহেন খরচ বৃদ্ধির খবরে কপালে চিন্তার ভাঁজ পড়েছে গ্যাস গ্রাহকদের।

তবে বিভিন্ন মাধ্যম সূত্রে আপডেট, সকল গ্যাস ব্যবহারকারীদের এই খরচের বহর ওঠাতে হবে না। গ্যাস কোম্পানিগুলো মারফত তাদের কাস্টমারদের উদ্দেশ্যে জানানো হয়েছে, যেসকল গ্রাহক ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রিপেইড গ্যাস বুকিং করেন অর্থাৎ গ্যাস সিলিন্ডার ডেলিভারির পূর্বেই পেমেন্ট করেন তাদের জন্য নয়া নিয়ম লাগু হতে চলেছে।

এবং আরও আপডেট কেবল ইয়েস ব্যাঙ্ক এবং আইডিএফসসি ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রেই মাত্র উক্ত নিয়ম প্রযোজ্য হবে। উল্লেখ্য আইডিএফসি ব্যাঙ্ক সূত্রে আপডেট, এই ব্যাঙ্কের গ্রাহকেরা UBP এর ক্ষেত্রে সর্বোচ্চ লিমিট কুড়ি হাজার টাকা ছাড়ি গেলে গ্যাস বুকিং এর ক্ষেত্রে অতিরিক্ত ১ শতাংশ Surcharge, সঙ্গে জিএসটি দিতে হবে।

আরও পড়ুনঃ- গরমে সংকুচিত ছুটির তালিকা? গ্রীষ্মের ছুটি বাড়বে না কমবে?

news-on-lpg-gas-cylinder-price-hike-may-2024

অনুরূপ, ইয়েস ব্যাঙ্ক এর গ্রাহকদের জন্য খবর, Utility Bill Payment এর সীমা পনেরো হাজার টাকা ছাড়িয়ে গেলে তবেই প্রিপেইড গ্যাস বুকিং এর জন্য অতিরিক্ত এক শতাংশ সারচার্জ এবং সেইসাথে জিএসটি ভরতে হবে। উল্লেখ্য, কেবল গ্যাস বুকিং এর খরচ নয়, UBP এর অধীনে জল, ইলেক্ট্রিসিটি বিল সমস্ত ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।

এরকম আরও গুরুত্বপূর্ণ খবর, রান্নার গৃহস্থ এলপিজি সিলিন্ডার এর মূল্য হ্রাস বৃদ্ধি সংক্রান্ত যেকোনও গুরুত্বপূর্ণ সর্বশেষ এ টু যেট কারেন্ট নিউজ নোটিফিকেশন সর্বদা আগেভাগে পেতে হলো আমাদের সামাজিক মাধ্যম চ্যানেলে যোগ দিন।

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

টেলিগ্রাম:- Link