নির্বাচনের পরে বড়ো সিদ্ধান্ত সরকারের। এবার DA ও DR বাড়তে চলেছে ৩-৫ শতাংশ।

সরকারি কর্মীদের জন্য সুখবর। চব্বিশে লোকসভা নির্বাচনের পরেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকারের? ভোট মিটতেই সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা আবারও বৃদ্ধি পেতে চলেছে। এবারে DA ও DR (Dearness Relief) নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছে সরকার। সরকারি চাকুরিজীবী থেকে পেনশনভোগী সকলের জন্যই খুশির আপডেট আসতে চলেছে খুব শীঘ্রই।

   

চলতি বছর লোকসভা নির্বাচনের পূর্বে জানুয়ারি তে কেন্দ্র সরকারে কর্মরত ব্যক্তিদের ডিএ বাড়িয়েছিল মোদি সরকার। ১৮ তম লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও যৌথভাবে সরকার গড়েছে NDA। আর প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই বড়ো ঘোষণা করতে পারে জোট ক্যাবিনেট। আবার বাড়ানো হতে পারে DA। ডিএ বৃদ্ধি নিয়ে শীঘ্রই ঘোষণা আসতে চলেছে। বাড়তে চলেছে DR ও যা পেনশনভোগীরা পেয়ে থাকেন।

উল্লেখ্য, প্রত্যেক বছর দুবার ডিএ বৃদ্ধি পায় কেন্দ্র সরকারি কর্মীদের। একবার জানুয়ারিতে। আরেকবার জুলাইয়ে। বর্তমানে কেন্দ্র সরকারে কর্মরত কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা পাচ্ছেন। যেখানে পশ্চিমবঙ্গ সরকারে কর্মরত কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মাত্র ১৪ শতাংশ ডিএ পাচ্ছেন। ডিএর ফারাক ৩৬ শতাংশ। তবে যদি কেন্দ্রের ডিএ বাড়ে আর রাজ্যের ডিএ না বাড়লে পার্থক্য অনেকটাই বাড়বে।

বিগত বেশ কয়েকবার ৪ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় কর্মীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স। শেষবার জানুয়ারিতে বৃদ্ধি পেয়েছিল ডিএ। এবার জুলাইতে বৃদ্ধির পালা। সম্প্রতি কেন্দ্রে সরকার গঠন করেছে বিজেপি ও এনডিএর শরিক দলগুলি। তবে বিভিন্ন মাধ্যম সূত্রে খবর এখনই বাড়তি ডিএ ঘোষণা করছে না সরকার। জুলাইয়ে বাজেট পেশের পরে দুর্গাপূজার আগে আগস্ট-সেপ্টেম্বরে ফের নতুন ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্রের জোট সরকার।

new-update-on-govt-employees-da-and-dr-hike

আরও পড়ুনঃ- আবার বাড়লো গ্রীষ্মের ছুটি। কতদিন পর্যন্ত বৃদ্ধি পেল সরকারের নতুন নির্দেশিকা পড়ুন।

তবে আগস্ট-সেপ্টেম্বরে বর্ধিত মহার্ঘ ভাতা সরকার ঘোষণা করলেও তা জুলাই থেকেই লাগু হয় বলে সরকার সূত্রে খবর। মনে করা হচ্ছে এইবার ৩ থেকে ৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে সরকার। অর্থাৎ ডিএ বেড়ে হবে ৫৩-৫৫% । আর সেইসাথে বৃদ্ধি পাবে বাড়ি ভাড়ার ভাতা ও অন্যান্য ভাতাগুলিও।

এইরকম আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের a to z আপডেট সর্বদা সবার আগে পেতে আজই আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নিন নিচের লিঙ্কে ক্লিক করে। চাইলে আমি ফেসবুকেও ফলো করতে পারেন। ধন্যবাদ।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

ফেসবুক:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page