অক্টোবর, ২০২৩ থেকে সারা দেশে একাধিক নিয়মে বড়সড় পরিবর্তন। বিপদে পড়ার আগে জেনে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রত্যেক মাসের শুরুতেই দেশজুড়ে একাধিক ক্ষেত্রে নিয়মের পরিবর্তন করে সরকার সহ বিভিন্ন বেসরকারি সংগঠন গুলি। বিভিন্ন গুরুত্বপূর্ণ নথির সাথে আধার তথ্য লিঙ্ক করা থেকে শুরু করে, খনিজ তেলের (পেট্রোল, ডিজেল) দাম এবং গ্যাসের দামও প্রতি মাসের শুরুতে পরিবর্তন করে থাকে তেল কোম্পানিগুলো।

   

আজ তেমনি বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও অফিশিয়াল কাজের নিয়মাবলি সম্বন্ধে আলোচনা করতে চলেছি, যেগুলির দাম পরিবর্তন করা হয়েছে বা ডকুমেন্টস নথিভুক্তিকরণের সময়সীমা বাড়ানো হয়েছে কিম্বা নতুন কিছু শুরু হতে চলেছে অথবা নিয়ম লাগু হতে চলেছে। চলুন তবে জেনে নেওয়া যাক অক্টোবর, ২০২৩ থেকে কি কি ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে বা নতুন কিছু শুরু হতে চলেছে?

Depreciation of Domestic LPG Cylinder:-

রাখীবন্ধন ও ওনাম উপলক্ষ্যে গৃহস্থ রান্নার গ্যাসের দাম দুইশো টাকা কমিয়েছে ভারত সরকার। এছাড়াও উজ্জ্বলা যোজনায় চারশো টাকা এবং সাধারণ এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে ২০০ টাকা ভর্তুকি দিচ্ছে কেন্দ্র সরকার। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, পুজোর আগে আরও কমতে পারে রান্নার গ্যাস সহ বিভিন্ন প্রাকৃতিক গ্যাসের (CNG) দামও।

Aadhaar Link to Small Savings Scheme:-

১ লা অক্টোবর থেকে স্মল সেভিংস প্রকল্প গুলিতেও (যেমন Post Office Savings Scheme, Public Provident Fund ও Sukanya Samridhi Yojana etc.) আধার সংযুক্তিকরণ mandatory হতে চলেছে। এবার থেকে উক্ত যোজনা গুলির সুবিধা নিতে হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সাথে Aadhaar Link করা মাস্ট।

Exchange Period of INR 2000 Note:-

চলতি বছর মে মাসে বাজার থেকে দুই হাজার টাকার নোট সরিয়ে নেওয়ার যে প্রক্রিয়াকরণ কেন্দ্র সরকার শুরু করেছে, তার সময় সীমা ছিল ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত। এর পরে ব্যাঙ্ক গুলি এই ২,০০০ এর নোট আর জমা নেবে না। যদিও নোট এক্সচেঞ্জ এর সময় আরও বর্ধিত করা হবে কিনা, তা নিয়ে এখনো কোনও আপডেট নেই কেন্দ্র সরকারের তরফে।

আরও পড়ুনঃ- ৫ টি গুরুত্বপূর্ণ সরকারি স্কলারশিপ। ছাত্র-ছাত্রী উভয়ই আবেদন যোগ্য।

TCS Hike for Travel:-

পয়লা অক্টোবর, ২০২৩ থেকে বিদেশে ভ্রমণের খরচ বাড়তে চলেছে ভ্রমণ পিপাসুদের। সরকারের ট্যুরিস্ট ডিপার্টমেন্ট এর সূত্রে খবর, এখন থেকে সাত লক্ষ টাকা ভ্রমণ খরচ পর্যন্ত পাঁচ শতাংশ হারে Tax Collection at Source (টিসিএস) দিতে হবে। এবং সাত লাখ টাকার উর্ধ্বে খরচের ক্ষেত্রে কুড়ি শতাংশ পর্যন্ত TCS দিতে হবে বিদেশ ভ্রমণকারী দের।

Flipkart Big Billion Days:-

প্রতিবছরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর সপ্তাহ দুয়েক আগে Big Billion Days Sale অফার দিয়ে থাকে ফ্লিপকার্ট। এবার বিগ বিলিয়ন ডেজ সেল ২০২৩ শুরু হতে চলেছে ৮ই অক্টোবর থেকে। চলবে ৮ দিন ব্যাপী। Flipkart Plus Member রা ১ দিন আগে অর্থাৎ ৭ই অক্টোবর থেকেই এই সেল এ Entry নিতে পারবেন।

এইরকম আরও গুরুত্বপূর্ণ তথ্যের সবরকমের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও গুগল নিউজ এ অনুসরণ করুন।

টেলিগ্রাম:- Link

গুগল নিউজ:- Link