আবাস যোজনা নিয়ে ধুমধাড়াক্কা আপডেট। কেন্দ্রীয় বরাদ্দ না পেলেও আবাসের ঘর বানিয়ে দেবে সরকার। আপনি পাবেন কি? ভোটের আগে কবে থেকে ঘরের কাজ শুরু হবে? কেন্দ্রীয় দলকে প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত কি রিপোর্ট দিল রাজ্য সরকার? একশো দিনের কাজ, সড়ক যোজনা নিয়েও বিস্তারিত আপডেট পড়ুন নিচের প্রতিবেদনে।
আবাস যোজনা সংক্রান্ত সিএজি রিপোর্ট সহ বিস্তারিত নথি রাজ্য সরকারের কাছে চেয়েছিল কেন্দ্রীয় দল। এযাবৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাংলায় সর্বমোট কতগুলো বাড়ি তৈরি করেছে রাজ্য সেই সংক্রান্ত রিপোর্ট চাওয়া হয়। রাজ্য সরকার সংবাদমাধ্যম কে জানিয়েছে, আবাসের বাড়ি তৈরির জন্য কেন্দ্রীয় বরাদ্দ পেতে সমস্ত ফর্মালিটি শেষ হয়ে গিয়েছে। তাও টাকা আটকে রেখেছে কেন্দ্র বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
এদিন ভরা জনসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় রাজ্য সরকারের প্রাপ্য কেন্দ্রীয় বরাদ্দের জন্য চলতি বছর এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করবে রাজ্য সরকার। সেই সময়সীমার মধ্যে কেন্দ্র সরকার টাকা না দিলে পয়লা মে থেকে নিজেদের অর্থেই বাংলায় আবাসের তালিকাভুক্তদের বাড়ি তৈরির কাজ শুরু করে দেবে রাজ্য সরকার বলে নবান্ন সূত্রে খবর।
তৃণমূল সুপ্রিমো আরও জানিয়েছেন, এতকাল যাবৎ আঠাশ হাজার তিনশো কোটি টাকা ব্যয়ে ঊনচল্লিশ কোটি কাজের দিনের বেনজির দৃষ্টান্ত স্থাপন করেছিল রাজ্য সরকার। এছাড়াও তৃণমূল নেত্রীর দাবি, সড়ক যোজনা এবং একশো দিনের কাজের ক্ষেত্রেও সারা দেশে অঙ্গরাজ্যগুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে পশ্চিমবঙ্গ।
আরও পড়ুনঃ- ভোট মিটতেই পশ্চিমবঙ্গের ডিএ বেড়ে হলো ১৫১ শতাংশ। খুশিতে লাফাচ্ছেন কর্মীরা।
আবাস যোজনার কেন্দ্রীয় বরাদ্দ আটকে রাখার প্রসঙ্গে নবান্ন সূত্রে আপডেট, অ্যাকাউন্ট্যান্ট জেনারেল এর সার্টিফিকেট ছাড়পত্র সংক্রান্ত কোনও সমস্যাই নেই। তবুও নির্বাচনের আগে কেন্দ্র টাকা না দিলে রাজ্যের কোষাগার থেকেই আবাস যোজনার তালিকাভুক্তদের ঘর তৈরির কাজ শুরু করে দেবে রাজ্য সরকার।
প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর ও গ্রামীণ) বিষয়ে সমস্ত রকমের গুরুত্বপূর্ণ ও বিস্তারিত লেটেস্ট সরকারি আপডেট পেতে আমাদের সামাজিক মাধ্যম গ্রুপগুলোতে সাথে জুড়ুন।
টেলিগ্রাম গ্রুপ:- Link
হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link
হোয়াটসঅ্যাপ চ্যানেল:- Link