সরকারি কর্মীদের ডিএ বাড়লো ৪ শতাংশ। সেইসাথে ৩০শে এপ্রিলের মধ্যে করতে হবে এই কাজ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সম্প্রতি মহার্ঘ্য ভাতা বৃদ্ধি পেয়েছে সরকারি কর্মীদের। কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার কর্মীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স ৪ শতাংশ করে বৃদ্ধি করেছে। এর ফলে কেন্দ্রীয় কর্মীরা মূল বেতনের ৫০ শতাংশ DA পাচ্ছেন, যেখানে রাজ্যের সরকারি চাকরিজীবীদের মে মাস থেকে ১৪ শতাশ হারে ডিএ দেওয়ার ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার।

   

তবে কেন্দ্র সরকারের কর্মচারীদের কেবল Dearness Allowance ই বৃদ্ধি পায়নি। সেইসঙ্গে ঘর ভাড়া, অফিস যাতায়াতের ভাড়া, সন্তানের টিউশন খরচ, মেডিক্যাল অ্যালাওয়েন্স সহ বেশ কয়েকটি ভাতা বৃদ্ধি করেছে মোদি সরকার। সেইসাথে আররকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে কেন্দ্র সরকারের তরফে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, এখন থেকে কেন্দ্র সরকারে কর্মরত অথবা অবসরপ্রাপ্ত-পেনশনভোগী সকলকেই সরকারের স্বাস্থ্য সম্পর্কিত যোজনার ID এর সাথে কেন্দ্রীয় হেল্থ বিষয়ক প্রকল্প আয়ুষমান ভারত যোজনার সংযুক্তিকরণ করার নির্দেশ দিয়েছে ভারত সরকার।

Ministry of Health and Family Welfare, Govt of India -র তরফে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, রিটায়ার্ড এবং কর্মরত সব ব্যক্তিদেরই বাধ্যতামূলকভাবে সরকারি হেল্থ স্কিম আইডির সঙ্গে আয়ুষমান ভারত যোজনার সহিত লিংকড করিয়ে নিতে হবে। এর ফলে কেন্দ্রীয় সার্ভিস ম্যানদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত রেকর্ড ডিজিটালি লিপিবদ্ধ থাকবে সরকারি দপ্তরে।

আরও পড়ুনঃ- এই মুহূর্তের বড়ো আপডেট। অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা করে পাবেন রাজ্যের মহিলারা।

main-update-on-dearness-allowance-hike-and-cghs

যত শীঘ্র সম্ভব Ayushman Bharat Yojana এর সঙ্গে Central Government Health Scheme এর সংযুক্তিকরণ প্রক্রিয়া সেরে ফেলুন। পয়লা এপ্রিল থেকেই এই লিঙ্কিং প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৩০শে এপ্রিল পর্যন্ত। নাহলে পরবর্তীতে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নিতে গিয়ে চরম বিপদে পড়তে হতে পারে আপনাকে। এই সংযুক্তিকরণের ফলে কেন্দ্রীয় কর্মীদের স্বাস্থ্য সম্পর্কিত ডেটার ডিজিটাল সংরক্ষণের পাশাপাশি সরকারি কর্মীদের উন্নতমানের হেল্থ পরিষেবা প্রদান করাও অনেকটাই সহজতর হয়ে উঠবে।

রাজ্য ও কেন্দ্র সরকারের ডিএ নিয়ে সব আপডেট, সরকারি চাকরি, বৃত্তি ও বিভিন্ন স্কিম বিষয়ে গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আমাদের চ্যানেলে যুক্ত হোন। ধন্যবাদ। তথ্যটি শেয়ার করুন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

ফেসবুক:- Link