উজ্জ্বলা যোজনায় নাম থাকলেই ৪৫৬০ টাকা করে পাবেন মহিলারা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভোটের মুখে ফের এলপিজি সিলিন্ডারের ভর্তুকি বৃদ্ধি করলো কেন্দ্র সরকার। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মূহুর্তে আরও একবার বড়ো ঘোষণা মোদি সরকারের। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় নাম নথিভুক্ত থাকলেই অর্থাৎ এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীরা এবার থেকে চার হাজার পাঁচশো ষাট টাকা নগদ লাভ করতে চলেছেন দেশের মহিলারা।

   

উল্লেখ্য, Pradhan Mantri Ujjwala Yojana এর আওতায় প্রায় ১০ কোটি পরিবার এই প্রকল্পের অধীনে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার সংযোগের সুবিধা পেয়েছেন। আরও ২ কোটি পরিবারকে এই যোজনার আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছে বিজেপি সরকার। এমনকি এই প্রকল্পের আওতায় গ্যাস সিলিন্ডার নিলে ভর্তুকিও অনেকটাই বেশি পাওয়া যায়। অন্যান্য সাধারণ গ্যাস সিলিন্ডারে যেখানে আশি টাকা ভর্তুকি পাওয়া যায়, উজ্জ্বলা যোজনায় সেখানে সিলিন্ডার প্রতি তিনশো আশি টাকা করে ভর্তুকি মেলে।

PMUJ এর অধীনে একটি পরিবার বছরে বারোটি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন যেগুলিতে ৩৮০ টাকা করে সাবসিডি পাবেন। এর ফলে বছরে ১২টি গ্যাস সিলিন্ডারের প্রত্যেকটিতে ৩৮০ টাকা করে মোট ৪৫৬০ টাকা পর্যন্ত Subsidy পেয়ে যাবেন। বার্ষিক এর অধিক গ্যাস সিলিন্ডারের জন্য সাধারণ ভর্তুকি সহ সাধারণ দামেই গ্যাস সিলিন্ডার ক্রয় করতে হবে তাদের।

আগামী ঊনিশে এপ্রিল হতে দেশজুড়ে শুরু হচ্ছে সাংসদ ও প্রধানমন্ত্রী পদের লোকসভা নির্বাচন। নির্বাচনের মুখে দেশের জনসাধারণের জন্য মোদি ম্যাজিক মোদি সরকারের। ভোটের আগ মূহুর্তে উজ্জ্বলা যোজনার তিনশো আশি টাকা ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডারের সুবিধাভোগের সময়সীমা আগামী একবছর পর্যন্ত বৃদ্ধি করলো কেন্দ্র সরকার। অর্থাৎ কেন্দ্রের ঘোষণা অনুযায়ী ২০২৫ এর মার্চ মাস পর্যন্ত এই বাড়তি ভর্তুকির সুবিধা লাভ করবেন গ্রামীণ মহিলারা।

আরও পড়ুনঃ- গরম না পড়তেই স্কুল পড়ুয়াদের গরমের ছুটি বেড়ে গেল।

lpg-subsidy-increases-till-march-2025

উল্লেখ্য, ২০২৩ এর আগস্টে এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়েছিল সরকার। তখন উজ্জ্বলার গ্যাস সিলিন্ডারে ২৮০ টাকা ভর্তুকি পাওয়া যেত। এবার আরও ১০০ টাকা কমিয়ে কোলকাতার ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডার বিকোচ্ছো ৮২৯ টাকায়, যা বিগত এক বছরের ইতিহাসে সর্বনিম্ন। এরফলে প্রায় দশ কোটি গ্রামীণ দরিদ্র পরিবার প্রভূত উপকৃত হবে।

ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার ও বাণিজ্যিক রান্নার গ্যাস এর ভর্তুকি, গ্যাসের মূল্য হ্রাস বৃদ্ধি বিষয়ে সবধরনের গুরুত্বপূর্ণ আপডেট খবর চটপট পেতে হলে আমাদের নিচের লিঙ্কের মাধ্যমে অনুসরণ করতে পারেন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link