ইউনিয়ন বাজেট ঘোষণার আগেই উল্লেখযোগ্যভাবে কমে গেল এলপিজি সিলিন্ডারের দাম। হেঁশেলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। মহানগরী তে আরই কম রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য। সস্তায় গ্যাস মিলবে আরও আটমাস। বর্তমানে কততে পাওয়া যাচ্ছে রান্নার জন্য অপরিহার্য ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডার? কত টাকাই বা কমলো LPG Cylinder এর দাম? সবটা জানুন।
প্রত্যেক মাসেই কিছু না কিছু দামের হেরফের হয় জ্বালানি উপাদানগুলির। তেল কোম্পানিগুলো আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের উত্তোলন, আমদানি খরচের ওপর ভিত্তি করে খনিজ তেল ও রান্নার গ্যাসের দাম ঠিক করে। তবে এবার ৩১ টাকা কমে মিলছে এলপিজি সিলিন্ডার। মহানগরী খোশ কলকাতাতেও ৩০০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে গ্যাস সিলিন্ডার।
চব্বিশে লোকসভা নির্বাচনের পূর্বে গ্যাসের দাম তিনশো টাকা কমিয়েছিল কেন্দ্র সরকার। উজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্যাস সিলিন্ডার প্রতি ৩৮০ টাকা ভর্তুকি পান দেশের মহিলারা। এরকমভাবে বছরে ১২টি পর্যন্ত সিলিন্ডারে সাবসিডির সুবিধা নিতে পারেন উপভোক্তারা। যা আগামী ৮ মাস পর্যন্ত অর্থাৎ মার্চ, ২০২৫ পর্যন্ত সুবিধা পাবেন Ujjwala -র গ্রাহকেরা। সূত্রের খবর, জুলাই মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩১ টাকা হ্রাস করেছে তেল কোম্পানিগুলো।
বর্তমানে রাজ্যের কলকাতায় ৮২৯ টাকায় মিলছে ১৪.২ কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার। তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় ৩৮০ টাকা ভর্তুকি মেলায় (৮২৯-৩৮০=৪৪৯) চারশো ঊনপঞ্চাশ টাকাতেই মহিলারা পেয়ে যাচ্ছেন রান্নার ঘরোয়া গ্যাস সিলিন্ডার।
আরও পড়ুনঃ- পুজোর আগে লটারি। সরকারি কর্মীদের এই ভাতা বাড়লো। সঙ্গে পাবেন ৬% সুদ।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৩শে জুলাই ২০২৪-‘২৫ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রত্যেক বছর দুটি বাজেট পেশ করে থাকে কেন্দ্র সরকার একটি ফেব্রুয়ারিতে অর্ধ বাজেট। আরেকটি জুলাইয়ে পূর্ণ বাজেট। অর্ধ বাজেটে সেরকম কোনও চমক না থাকলেও পূর্ণাঙ্গ বাজেটে আয়কর, কৃষক ভাতা ও গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ন্ত্রণে বড়ো ঘোষণা থাকতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।
LPG Cylinder এর প্রাইজ হাইক এবং মূল্যহ্রাস সংক্রান্ত যেকোনো গুরুত্বপূর্ণ এ টু যেট লেটেস্ট আপডেট সবচাইতে আগে পেতে হলে আমাদের সামাজিক মাধ্যম গ্রুপে যুক্ত হয়ে নিন। ধন্যবাদ।
টেলিগ্রাম:- Link
হোয়াটসঅ্যাপ:- Link