হোলিতে বিরাট সুখবর জনসাধারণের জন্য। আরও কমল রান্নার গ্যাসের দাম। বিনামূল্যেই পাবেন!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

হোলির আগেই আমজনতা কে দারুণ বড়ো সুখবর দিল মোদি সরকার। আরও একশো টাকা কমলো ১৪.২ কেজি গৃহস্থ এলপিজি সিলিন্ডারের দাম। মূলতঃ একেবারে বিনামূল্যেই মিলবে LPG এর ভর্তুকি যুক্ত সিলিন্ডার। দেশের কোথায় কত হলো গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম সবিস্তারে জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

   

সামনের মাসেই রয়েছে চব্বিশে লোকসভা নির্বাচন। এটিই দেশের সবচেয়ে বড়ো গণতন্ত্রের উৎসব-লোকসভা নির্বাচন। এই নির্বাচন সাংসদ ও দেশের জননেতা তথা প্রধানমন্ত্রীর নির্বাচন। তার আগে যোগী ম্যাজিক যোগী সরকারের। একনাগাড়ে পরপর কমল নিত্যদিনের প্রয়োজনীয় উপাদান রান্নার গ্যাসের দাম।

বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের নির্ঘন্ট। আগামী মাসে ১৯শে এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ পর্ব। চলবে ১লা জুন,২০২৪ পর্যন্ত। এবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৭ দফায় ভোট। ভোট গণনা ৪ঠা জুন। এরইমধ্যে দফায় দফায় ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম কমাল উত্তরপ্রদেশ সরকার। হোলির মরশুমে একেবারে বিনামূল্যেই পাবেন উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার।

এই প্রসঙ্গে যোগী আদিত্যনাথ সরকার জানিয়েছে, কেন্দ্র সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় রাজ্যের এক কোটি সত্তর লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য লক্ষ্যমাত্রা নিয়েছে ইউপি সরকার। যার মধ্যে প্রথম দফায় আশি লক্ষ, দ্বিতীয় দফায় পঞ্চাশ লক্ষ গ্রামীণ পরিবার কে PMUY এর অধীনে সুবিধা পাচ্ছেন। খুব শিগগিরই বাকি চল্লিশ লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন।

আরও পড়ুনঃ- এসবিআই তে অ্যাকাউন্ট থাকলে পাঁচ মিনিটের ভেতর পাবেন ১ লাখ টাকা। কিভাবে?

lpg cylinder price decrease and pmuj free gas

মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমে আরও জানিয়েছেন, লক্ষ্যমাত্রা পূরণের জন্য উজ্জ্বলা যোজনায় বাড়ানো হয়েছে বরাদ্দ। এবার থেকে প্রত্যেক বৎসর দুইবার করে গৃহস্থ এলপিজি সিলিন্ডার দেওয়া হবে উপভোক্তাদের। এর জন্য এই প্রকল্পের সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও গ্যাস কানেকশনের সাথে অবশ্যই আধার তথ্য লিঙ্ক করিয়ে নিতে হবে।

চাকরি, স্কলারশিপ ও বিভিন্ন সরকারি প্রকল্প সম্বন্ধে গুরুত্বপূর্ণ ও নিত্যনতুন, বিস্তারিত লেটেস্ট আপডেট সবচাইতে আগে পেতে চাইলে অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হতে হবে।

হোয়াটসঅ্যাপ চ্যানেল:- Link

টেলিগ্রাম চ্যানেল:- Link

হোয়াটসঅ্যাপ গ্রুপ:- Link