রাজ্যের মহিলাদের জন্য বড়ো খুশির খবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতার পরিমাণ ৩,০০০ টাকা করে দেবে সরকার। এমনই এক গুরুত্বপূর্ণ বিরাট আপডেট উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমের তরফে। এই জমকালো ঘোষণা কানে পৌঁছতেই খুশির উত্তেজনা বাংলার মা বোনেদের মধ্যে। কবে থেকে এই বাড়তি টাকা হাতে পাবেন সবটুকু জেনে নিন নিচের তথ্যটি পড়ে।
এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর, বাংলার সর্বাধিক জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক পেনশনের বৃদ্ধি নিয়ে। এক হাজার নয়, দুই হাজার নয়, একেবারে তিন হাজার টাকা প্রত্যেক মাসে পাবেন রাজ্যের মহিলারা। জোরালো আশ্বাস দিলেন বঙ্গ বিজেপি নেতৃত্বের সাংসদ তথা অন্যতম দাপুটে নেতা শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, একুশে বিধানসভা নির্বাচনের পূর্বে ২০২০ সালের সেপ্টেম্বরে বাংলার কম আয়সম্পন্না ও বেরোজগার মহিলাদের ন্যূনতম আয়ের ব্যবস্থা করে দিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের জনপ্রিয়তা আজ এতটাই বেশি যে বাইরের রাজ্যগুলিও এই প্রকল্পের অনুসরণে আইডল প্রকল্প তৈরি করেছে তাদের রাজ্যে।
সম্প্রতি নদীয়ার রানাঘাটে নির্বাচনী প্রচারে এসে নন্দীগ্রামের সাংসদ শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার দিলেও বিজেপি সরকার বিভিন্ন রাজ্যে লাডলী বেহেনা যোজনা, অন্নপূর্ণা যোজনার মতো বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প মহিলাদের জন্য চালু করেছে। তার সংযোজন, আসাম সরকার অন্নপূর্ণা যোজনার অধীনে সে রাজ্যের মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে দিচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে বাংলার মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে।
আরও পড়ুনঃ- সরকারি কর্মীদের ডিএ বাড়লো ৪ শতাংশ। সেইসাথে ৩০শে এপ্রিলের মধ্যে করতে হবে এই কাজ।
এদিন বুধবারের ভরা জনসভায় তিনি আরও বলেন, সরকার একবার যে প্রকল্প চালু করে, তা কখনো বন্ধ হয় না। বরং পদ্ম দল রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেই মাসিক ভাতা বাড়িয়ে তিন হাজার টাকা করে দেবে সরকার। এদিন রানাঘাটের সভা থেকে জোর গলায় প্রতিশ্রুতি দেন গেরুয়া শিবিরের মুখ শুভেন্দু অধিকারী।
লক্ষ্মীর ভান্ডার, রাজ্য ও কেন্দ্র সরকারি বিভিন্ন যোজনা, স্কলারশিপ এবং চাকরি সম্পর্কিত বাছাই করা সলিড খবরের প্রতিদিন পুঙ্খানুপুঙ্খ সর্বশেষ আপডেট পেতে আমাদের গ্রুপগুলোতে ফলো করুন।
টেলিগ্রাম:- Link
হোয়াটসঅ্যাপ:- Link
গুগল নিউজ:- Link