মাধ্যমিক যোগ্যতায় পোস্ট অফিসে ৯৮,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ।
মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতীয় ডাক বিভাগে বিভিন্ন পদে কর্মী নিয়োগ। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ করা হবে। প্রায় ১ লাখ শূন্যপদে (আটানব্বই হাজারের কিছু বেশি) নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ পেতে চলেছে। ভারতজুড়ে মোট ২৩ টি পোস্ট অফিসের সার্কেলে নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে পোস্টম্যান, মেইল গার্ড ও সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে। এই নিয়োগ সংক্রান্ত Indian Post কবে বিজ্ঞপ্তি জারি করবে? কিভাবে আবেদন করতে হবে? কি কি ডকুমেন্টস প্রয়োজন বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।
কোন পদে নিয়োগ করা হবে?
পোস্টম্যান, মেইল গার্ড, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, MTS এবং সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ:-
ভারতীয় ডাক দেশজুড়ে মোট ২৩ টি পোস্ট অফিসের সার্কেলে আটানব্বই হাজার তিরাশিটি পদে কর্মী নিয়োগ করতে চলেছে।
শিক্ষাগত যোগ্যতা:-
পোস্টম্যান পদের জন্য আবেদনকারী কে সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে দশম বা দ্বাদশ পাস হতে হবে। এবং বাকি সব পদের বেলায় প্রার্থীদের 10th বা 12th পাসের সাথে কম্পিউটার এর বেসিক কোর্স পাস হতে হবে (সার্টিফিকেট থাকতে হবে)।
বয়সসীমা:-
পোস্ট অফিসে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
আবেদন প্রক্রিয়া:-
ভারতীয় ডাক এ বিভিন্ন পদে আবেদন করতে আগ্রহী চাকরিপ্রার্থীরা প্রথমে Indian Post -র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে নিন। Registration সম্পন্ন হলে Login Id ও Password এর মাধ্যমে লগইন করে, দরকারি নথির সাহায্যে অনলাইন আবেদন পত্রে যা যা তথ্য চাওয়া হয়েছে, সেই শূন্যস্থান গুলি সঠিক তথ্য দিয়ে ভালোভাবে পূরণ করুন।
আরও পড়ুনঃ- বিদ্যার্থীরা এই স্কলারশিপে আবেদন করে, লেখাপড়ার জন্য ৩০,০০০ টাকার সুবিধা পান।
আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস (সিগনেচার, ফটো, ও অন্যান্য প্রমাণ দাখিলের নথি) নির্দিষ্ট ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করবেন। সবশেষে অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন ফি দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। তপশিলি, প্রতিবন্ধী ও মহিলাদের আবেদন ফি এর প্রয়োজন না হলে সমস্ত তথ্য খতিয়ে দেখে Application, Submit করবেন।
কি কি ডকুমেন্টস দরকার?
পোস্ট অফিসের বিভিন্ন পদে চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য নিম্নলিখিত ডকুমেন্টস গুলি তৈরি রাখুন।
১) ফটো আইডেন্টিটি কার্ড (আধার/ভোটার)।
২) পাসপোর্ট মাপের কালার ফটোগ্রাফ।
৩) মাধ্যমিকের অ্যাডমিট।
৪) দশম পাসের মার্কশীট ও সার্টিফিকেট।
৫) বার্থ সাটিফিকেট।
৬) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
গুরুত্বপূর্ণ তারিখ:-
ভারতীয় ডাক বিভাগের তরফে এখনো আবেদন সংক্রান্ত কোনো সময়সীমা জারি করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত আবেদনের বিজ্ঞপ্তি নোটিশ জারি করবে India Post।
এমন আরও গুরুত্বপূর্ণ চাকরির কারেন্ট আপডেট পেতে আমাদের Telegram এ ফলো করুন।
Telegram:- Link