প্রত্যেক বছরই ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সেরা ও সবচেয়ে বেশি ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে থাকে। সম্পত্তির পরিমাণের নিরিখে প্রকাশিত বিশ্বের ধনকুবেরদের এই তালিকায় মেটার সিইও মার্ক জাকারবার্গ, টেসলা ও ট্যুইটার এর কর্ণধার এলন মাস্ক ও অ্যামাজন এর মালিক জেফ বেজোস সহ বিশ্বের তামাম প্রভাবশালীরা থাকেন। বিশ্বের ১০ সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের বেশ কয়েক বছর ধরে শীর্ষ ধনী ব্যক্তির খেতাব পেয়ে আসা বহুমুখী ব্যবসায়ী রিলায়েন্স গোষ্ঠীর বর্তমান কর্ণধার মুকেশ আম্বানি।
তবে সম্পদের নিরিখে ইন্ডিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি হলেও, তার সম্পত্তিকে টেক্কা দিতে পারে, ভারতবর্ষেই রয়েছেন এমন কিছু বিলিওনিয়ার। আজ আলোচনা করবো পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি কে? তার মোট সম্পত্তির পরিমাণ কত? তার কোম্পানির নাম কি? কে তিনি, যাকে বঙ্গের মুকেশ আম্বানি বলা হয়, যার সম্পত্তির পরিমাণ জানলে চোখ ছানাবড়া হয়ে যাওয়ার জোগাড় পর্যন্ত হতে পারে।
বাংলার মুকেশ আম্বানি, তিনি আর কেউ নন, শ্রী সিমেন্ট এর কর্ণধার বর্ষীয়ান ব্যাবসায়িক বেনু গোপাল বাঙ্গুর। ১৯৩১ খ্রিস্টাব্দে কলকাতার একটি মাড়োয়াড়ি পরিবারে জন্মগ্রহণ করেন Benu Gopal Bangur। তিনি তার পিতামহ Mungi Ram Bangur এর উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি পেয়েছিলেন যনি পেশা সূত্রে ছিলেন একজন শেয়ার মার্কেটের Stock Broke। যদিও ১৯৭৯ তে শ্রী সিমেন্ট এর কোম্পানি প্রতিস্থাপন করা হলেও ১৯৯২ তে সম্পত্তি বিভাজনের পরে তিনি Shree Cement এর দায়িত্ব নেন।
আরও পড়ুনঃ- মহানায়ক পেলেন কোয়েল। খুশিতে আপ্লুত নায়িকা।
এই সিমেন্ট কোম্পানির বর্তমান বাজারমূল্য প্রায় ঊননব্বই হাজার সাতশত পঞ্চাশ কোটি টাকা। ক্রমান্বয়ে এই কোম্পানিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন বেনু গোপাল বাঙ্গুর। তার বর্তমান সম্পত্তির পরিমাণ সাতান্ন হাজার কোটি টাকা। ২০০২ সালে মি: বাঙ্গুর তার পুত্র সন্তান হরিমোহন কে এই কোম্পানির ক্ষমতা হস্তান্তর করে যিনি IIT, Mumbai থেকে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার স্নাতক। তবে এখনো শ্রী সিমেন্ট এর পর্যন্ত বেশিরভাগ শেয়ার হোল্ডারই বেনু গোপাল বাঙ্গুর এর অধীনে রয়েছে।
এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।
Google News:- Link
WhatsApp:- Link