শিক্ষার্থী মেধাবী পড়ুয়াদের প্রত্যেক মাসে ৫,০০ টাকা করে স্কলারশিপ দেবে Central Board of Secondary Education। বিদ্যার্থী ছাত্রীদের পড়াশোনার প্রতি আরও Interested করে তুলতে এই আর্থিক সহায়তা করবে CBSE। এই স্কলারশিপ পাওয়ার জন্য স্টুডেন্টদের কি যোগ্যতা থাকতে হবে? কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে।
ভারতীয় সমাজে অনেক সময়ই পড়ুয়াদের বিশেষত কন্যা শিক্ষার্থীদের পড়াশোনার জন্য পরিবারের অনেক ঝক্কি পোহাতে হয়। তাই মেয়ে বিদ্যার্থীরা উচ্চশিক্ষা লাভের জন্য যাতে কোনওরকম আর্থিক অসুবিধার মধ্যে না পড়ে তার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার গুলি ছাত্রীদের প্রগতি, বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি, কন্যাশ্রী প্রভৃতি বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে।
আজ যে স্কলারশিপ টি নিয়ে আলোচনা করবো সেটি হলো Single Girl Child Scholarship। সিবিএসই প্রতি বছর কন্যা পড়ুয়াদের এই বৃত্তি দিয়ে থাকে। মাতা-পিতা যাতে তাদের কন্যা সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে আগ্রহী হয় তার জন্য মাসিক পাঁচশো টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
কারা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন?
এই স্কলারশিপ এ আবেদনের জন্য আবেদনকারীকে নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে।
১) আবেদনকারী কে পিতা মাতার একমাত্র কন্যা সন্তান হতে হবে।
২) আবেদনকারী কে মেধাবী হতে হবে।
৩) আবেদনকারী কে CBSE স্বীকৃত কোনো স্কুলে পড়াশোনা করে থাকতে হবে।
৪) 11TH বা 12TH ক্লাসে পাঠরত পড়ুয়ারাই কেবল এই স্কলারশিপে আবেদনের যোগ্য।
৫) আবেদনকারী কে 10TH এর বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ষাট শতাংশ বা CGPA এর হিসেবে কমপক্ষে ৬.২ গ্রেড পেতে হবে।
৬) এই স্কলারশিপ সর্বোচ্চ দুই বছরের জন্য পেয়ে থাকেন পড়ুয়ারা
৭) পড়ুয়াদের স্কুলের টিুশন ফি ১.৫ হাজার টাকার কম হতে হবে।
আরও পড়ুনঃ- বিনামূল্যে রেশনে চাল-গম-আটা দেওয়া নিয়ে মস্ত বড়ো গুরুত্বপূর্ণ আপডেট এইমাত্র উঠে এলো।
কীভাবে আবেদন করবেন?
CBSE সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ এ আবেদনের জন্য আবেদনকারী কে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। উক্ত পোর্টালে গিয়ে আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে সাবমিট করবেন। আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করবেন।
আবেদনের শেষ তারিখ কবে?
এই স্কলারশিপ এ বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। এই বৃত্তিতে আবেদনকারী গত বছরের Applicant দের Renewal Process ও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
কেন্দ্র ও রাজ্যের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্কলারশিপ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও ফেসবুক এ ফলো করুন।
টেলিগ্রাম:- Link
ফেসবুক:- Link