মাধ্যমিক পাসযোগ্যতাই ITBP- তে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি 2024 | ৫৪৫টি শূন্য পদে ইন্দোর তিব্বত বর্ডার পুলিশের কর্মী নিয়োগ, ITBP Constable Recruitment 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ইন্দ্র তিব্বত বর্ডার পুলিশে মাধ্যমিক পাসযোগ্যতায় কনস্টেবল ও দায়ভার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে আপনারা জেনে নিতে পারেন এখানে আবেদন করার শর্তাবলী ও বয়স শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের বিশেষ তারিখ।

   

ITBP Constable Recruitment 2024: পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য রয়েছে খুশী খবর এখন মাধ্যমিক পাসযোগ্য তাই ইন্দ্র তিব্বত বর্ডার পুলিশ কনস্টেবল ড্রাইভার পদে নিয়োগ চলছে আপনারা যদি পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে এই প্রতিবেদনটি পড়ে থাকেন এবং আপনারা যদি বেকার যুবক-যুবতী হয়ে থাকেন চাকরি হয়ে থাকেন তবে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। আবেদন আপনারা অনলাইন এর মাধ্যমে করতে পারবেন। 

পদের নামঃ ITBP Constable Driver ( তিব্বত পুলিশে কনস্টেবল ডাইভার )

মোট শূন্যপদঃ ৬৯০০০ টি

শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাস এইসঙ্গে হেভি গাড়ি চালাবার বৈদ্য লাইসেন্স।

বয়সঃ ২১ থেকে ২৭ বছর বয়সের মধ্যে সেই সঙ্গে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও ওবিসিরা যে সমস্ত সরকারি বয়সের ছাড় রয়েছে সেগুলি আপনারা পেয়ে যাবেন। (তপশিলি জাতি, ও তপশিলি উপজাতিদের ক্ষেত্রে তারা পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য তিন বছর বয়সের ছাড় রয়েছে) 

বেতনঃ কনস্টেবল ড্রাইভার পেমেট্রিক লেবেল থ্রি অনুযায়ী বেতন পাবেন ২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০ টাকা পর্যন্ত সপ্তম কমিশন অনুযায়ী।

ITBP Driver Constable Recruitment 2024

ইন্দ্র তিব্বত বর্ডার পুলিশে যে সমস্ত ক্যান্ডিডেটদের আবেদন করবেন তাদের শারীরিক সক্ষমতা পরীক্ষা নেওয়া হবে ৭ মিনিট ৩০ সেকেন্ডের ১৬০০ মিটার দৌড় এছাড়াও ১১ ফুট লংজাম তিন ফুট হাই জাম লং জাম্পের জন্য আপনাকে তিনবার সুযোগ দেয়া হবে। 

ইন্দ্র তিব্বত বর্ডার পুলিশে নিয়োগ প্রক্রিয়াঃ কনস্টেবল ড্রাইভার পদে নিয়োগের ক্ষেত্রে প্রথমে শারীরিক পরীক্ষা হবে এতে পাস করলে লিখিত পরীক্ষায় ডাকা হবে। যেখানে ১০০ নাম্বারের পরীক্ষা হবে পরীক্ষায় অনলাইনে OMR সিট অনুষ্ঠিত থাকবে। 

আবেদন পদ্ধতিঃ অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনাদেরকে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে

গুরুত্বপূর্ণ তারিখঃ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে ৬ ই নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। 

অফিসিয়াল ওয়েবসাইটঃ https://recruitment.itbpolice.nic.in/

Leave a Comment