রোজ ২৯ টাকা জমিয়ে ৪ লাখ টাকা পর্যন্ত পান। আধার শিলা যোজনা সম্বন্ধে বিস্তারিত জানুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতের সেরা দশটি সংস্থার একটি লিস্ট করতে বলা হলে Life Insurance Corporation বা LIC এর নাম দ্বিতীয় কিংবা তৃতীয় নম্বারে আসে। মূলত কোনো ব্যক্তির মৃত্যুর পর তার পরিবার যেন আর্থিক সংকটে না পরে যায় সেই জন্য সাধারণত LIC করে থাকে সাধারণ মানুষ। ২০২০ সালের ১ লা ফেব্রুয়ারী থেকে LIC একটি নতুন যোজনা শুরু করেছে মহিলাদের জন্য। এই যোজনাটির নাম আধার শিলা যোজনা। যে সমস্ত মহিলাদের আধার কার্ড রয়েছে তারাই শুধুমাত্র এই যোজনার আওতায় আবেদন জানাতে পারবেন। এই কারনেই এই যোজনাটির নাম আধার শিলা যোজনা।

   

এই যোজনাটিতে কি কি সুবিধা পাওয়া যাবে? কোন কোন ব্যক্তি এই যোজনার আওতায় আবেদন করতে পারবেন? আবেদন পদ্ধতিই বা কি? সমস্ত কিছু জানতে আজকের প্রতিবেদনটি শুরু হতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে অনুরোধ করা হচ্ছে।

এই যোজনার আওতায় কারা আবেদন যোগ্য:-

যে সমস্ত মহিলার আধার কার্ড রয়েছে এবং যাদের বয়স ৮ থেকে ৫৫ বছরের মধ্যে, সেই সমস্ত মহিলারা Aadhaar Shila Yojana -য় বিনিয়োগ করতে পারেন। যোজনার নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ২০ বছরের জন্য এই যোজনায় বিনিয়োগ করা যেতে পারে। কোনো মহিলা চাইলে ১০ বছরের জন্যও এই আধার শিলা যোজনায় বিনিয়োগ করতে পারবেন।

আধার শিলা যোজনায় কত টাকা বিনিয়োগ করা যায়:-

সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো ব্যক্তি দিনে মাত্র ২৯ টাকা করে জমা দিয়ে ৪ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। এছাড়াও LIC এই যোজনার আওতায় দুর্ঘটনা বিমাও কভার করে থাকে। এই যোজনার মেয়াদ পূ্র্ণ হলে আবেদনকারী একই সঙ্গে ৪ লাখ টাকা হাতে পাবেন।

আরও পড়ুনঃ- ভারতের মহাকাশ অভিযানের গৌরবের মুকুটে নয়া পালক। ৭ বিদেশী স্যাটেলাইট নিয়ে ফের মহাকাশ পাড়ি ইসরোর রকেটের।

আধার শিলা যোজনার প্রিমিয়াম জমা দেবার জন্য LIC সংস্থা মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিকী ও বার্ষিক নিয়মে প্রিমিয়াম জমা দেবার ব্যবস্থা রেখেছে। যাতে যে কোনো গ্রাহক তার সুবিধামতো প্রিমিয়াম জমা দিতে পারেন। এছাড়াও কোনো মাসের প্রিমিয়াম দিতে দেরি হলে অতিরিক্ত ৩০ দিনের সুবিধা দেওয়া হয় সংস্থার তরফে। এক্ষেত্রে কোনো রকম পেনাল্টি দিতে হয় না উপভোক্তাকে।

এই বীমা যোজনায় আবেদন করার ৫ বছরের মধ্যে যদি কোনো উপভোক্তার মৃত্যু হয় তবে মৃতের পরিবারকে নিশ্চিত রাশির সমপরিমাণ টাকাপ্রদান করে LIC, এবং যদি কোনো ব্যক্তির ৫ বছর বাদে মৃত্যু হয় তবে সংস্থা সেই ব্যক্তির পরিবারকে নিশ্চিত রাশির পাশাপাশি বোনাস অর্থও প্রদান করে থাকে।

বীমা যোজনার বিজ্ঞপ্তি থেকে আধার শিলা যোজনা নিয়ে আরও জানা যায় যে, কোনো উপভোক্তা যদি চান তবে তিনি মাত্র ২ বছর এই যোজনা চালিয়ে যোজনা বন্ধ করবার জন্য আবেদন জানাতে পারেন। এছাড়াও তিন বছর টানা পলিসি চালানোর পর বিনিয়োগকারী ঋণ নিতে পারবেন। এছাড়াও এই পলিসির আওতায় ট্যাক্সের ক্ষেত্রেও ছাড় পেয়ে যাবেন বিনিয়োগকারী। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মেয়াদ পূরণ হলে বিনিয়োগকারী একসঙ্গে অথবা মাসে মাসে টাকা তুলতে পারবেন।

এমন আরও সঞ্চয় সংক্রান্ত ও প্রকল্প, স্কলারশিপ ও চাকরি সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম এ ফলো করুন।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link