মাধ্যমিক পাসে কেন্দ্রীয় দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। কোন পদে ক’টি শূন্যপদ রয়েছে, কারা আবেদন করতে পারবেন, আবেদন প্রক্রিয়া, প্রার্থী বাছাই প্রক্রিয়া ও পরীক্ষার সিলেবাস সম্বন্ধে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
কোন দপ্তরে নিয়োগ করা হবে?
কেন্দ্র সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের Head Quarters 22 Movement Control Group এ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
কেন্দ্র সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন এই দপ্তরে মাল্টি টাস্কিং স্টাফ (MTS), পরিচারক (Waiter), রাধুনি (Cook), ধোপা (Washerman), নাপিত (Barber) ও মশালচি (Masalchi) পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন: ইমেইল করলে পাবেন ১০,০০০ টাকা। আবেদন করুন পারম্পরিক স্কলারশিপে।
চাকরির অবস্থান:- All India
শূন্যপদ:- উপরের এই পদগুলোতে মোট ১৩৫ শূন্যপদে নিয়োগে করা হবে। প্রত্যেকটিতে শূন্যপদ নিম্নরূপ:
• Multi Tasking Staff (Messenger) এ শূন্যপদ- ৩ টি (জেনারেল প্রার্থীদের জন্য)।
• Multi Tasking Staff (Ssfaiwala) তে শূন্যপদের সংখ্যা ২৮ টি (জেনারেল-১৩ টি, তপশিলি জাতি-৪ টি, ওবিসি-৮ টি, EWS-২ টি, Ex Serviceman-১ টি)
• Cook এর ক্ষেত্রে ৫১ টি শূন্যপদ রয়েছে (জেনারেল-২০ টি, তপশিলি জাতি-৮ টি, তপশিলি উপজাতি- ৬ টি, ওবিসি-৮ টি, EWS- ৮টি, Ex Serviceman- ১টি)।
• Washerman পোস্টে ১১ টি খালি পদ রয়েছে (জেনারেল-৫ টি, তপশিলি জাতি- ৩টি, ওবিসি- ৩ টি)।
• Waiter পদে মোট ২২ টি পদ (জেনারেল-১০ টি, তপশিলি জাতি- ৫ টি, ওবিসি- ৭ টি) খালি রয়েছে।
• Barber পদে ৯ টি শূন্যপদ রয়েছে (জেনারেল-৫ টি, তপশিলি জাতি- ২ টি, ওবিসি-২ টি)।
• Masalchi পদে ১১ টি (জেনারেল-৭ টি, তপশিলি জাতি-২ টি, ওবিসি- ২টি)।
শিক্ষাগত যোগ্যতা:-
সমস্ত পদের বেলায় আবেদনকারী কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে। পদ অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনযোগ্য।
বেতনক্রম:-
কুক পদের ক্ষেত্রে বেতনকাঠামো ১৯,০০০ থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত। অন্যান্য সব পদের বেলায় বেতনক্রম ১৮,০০০-৫৬,৯০০ টাকা পর্যন্ত।
বয়সসীমা:-
3/3/2023 এর হিসেবে সব পদের বেলায় বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি:-
প্রার্থী নির্বাচনের জন্য প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে নিম্নলিখিত বিষয়।
১) General Intelligence and Reasoning
২) Mathematics
৩) General English ও
৪) General Awareness
লিখিত পরীক্ষায় সফল হলে মোট শূন্যপদের ১০ গুণ প্রার্থীকে Interview/Skill Test এর জন্য ডাকা হবে। সবশেষে ডকুমেন্টস ভেরিফিকেশন। পরীক্ষার সিলেবাস সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন নীচের ওয়েবসাইটে।
অফিশিয়াল ওয়েবসাইট:- www.indianarmy.nic.in
আবেদন প্রক্রিয়া:-
এই বিজ্ঞপ্তির জন্য আগ্রহী প্রার্থীরা অফলাইনে আবেদন করবেন নীচের পদ্ধতি অনুযায়ী।
প্রথমে উপরের ওয়েবসাইট থেকে A4 পৃষ্ঠায় আবেদন পত্র প্রিন্ট করে নিন। এরপর আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সহ ডাকযোগে নীচের ঠিকানায় পাঠাতে হবে। খামের উপরে লিখবেন Application for the post of…Category…
২ টি আবেদন ভরা খামে ২৫ টাকার ডাকটিকিট সেঁটে দেবেন।
Address:-
The Group Commandant, HQ 22 Movement Control Group, PIN- 900328, C/O- 99APO
নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হলে ৩/৩/২০২৩ এর মধ্যে নির্দিষ্ট ঠিকানায় দরখাস্ত পৌঁছাতে হবে। আগ্রহী প্রার্থীরা যত শীঘ্র সম্ভব Speed Post এর মাধ্যমে আবেদন পত্র প্রেরণ করুন।
আবেদন ফি:- এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের জন্য কোনোরূপ আবেদন ফি লাগবে না।
প্রয়োজনীয় নথি:-
• পরিচয় পত্র (আধার কার্ড)।
• জন্ম প্রমাণপত্র (বার্থ সার্টিফিকেট)।
• বাসিন্দা সার্টিফিকেট।
• পাসপোর্ট সাইজের রঙিন ফটো (২ কপি)।
• শিক্ষাগত যোগ্যতার প্রমাণ (মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট)।
• জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
• Discharge Certificate (Ex Serviceman এর ক্ষেত্রে)।