লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা। নতুন ডিএ বহুদিন আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার। ডিয়ারনেস অ্যালাওয়েন্স বৃদ্ধির ফলে সরকারি চাকুরিজীবীদের কোন পদে নতুন কত বেতন কত হলো সবটা জানতে নিচের সম্পূর্ণ প্রবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করা হচ্ছে।
বিগত বছর দুর্গাপূজার সময় সরকারি কর্মীদের DA ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ করেছিল কেন্দ্র সরকার। এরপরেই রাজ্য সরকারি কর্মীদের বেতন ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে 6th Pay Commission এর অধীনে বেতন পাচ্ছেন রাজ্যের চাকুরীরতরা। সম্প্রতি রাজ্যের কর্মীদের ডিএ আরও চা শতাংশ বৃদ্ধি করে চৌদ্দ শতাংশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
চব্বিশে লোকসভা ভোটের পূর্বে মে মাস থেকেই এই নতুন ঘোষিত ডিএ কার্যকর করা হবে বলে নবান্ন সূত্রে খবর। ইতিমধ্যেই রাজ্যে পথশ্রী ও আবাস যোজনার বরাদ্দ নিয়ে কেন্দ্রের আলোচনার ওপর বড়ো সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সরকার। তবে ১৪ শতাংশ হারে ডিএ পেলে ঠিক কতটা বেতন বৃদ্ধি হবে রাজ্যের সরকারি কর্মচারীদের বিস্তারিত জেনে নিন।
রাজ্য সরকারে সেক্রেটারিয়েট পোস্টে যেসকল কর্মীদের মাসিক বেতন ২ লাখ টাকার মতো, তারা প্রতি মাসে এক্সট্রা ৮ হাজার টাকা বেশি পেতে চলেছেন। রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিসার যাদের মাইনে ছাপ্পান্ন হাজার টাকা থেকে শুরু তারা প্রত্যেক মাসে বাইশশো টাকার মতো অতিরিক্ত পাবেন।
আরও পড়ুনঃ- উজ্জ্বলা যোজনা অতীত! ১ কোটি পরিবারকে ধোঁয়াহীন উনুন দেবে সরকার।
ব্লকের সম্প্রসারণ বিভাগের অফিসারদের যাদের প্রতি মাসে বেতন ৩০ হাজার টাকার ঘরে, তাদের ফি মাসে বাড়তি বারোশো টাকা অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। মাসিক বেসিক পে তেইশ হাজার টাকা মাইনে যুক্ত LDC পদে কর্মরতরা আগামী মে মাস থেকে ফি মাসে ন’শো কুড়ি টাকার মতো বেশি পাবেন। ১৪ শতাংশ ডিএ বৃদ্ধি হলে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় গ্রুপ ডি কর্মীরা (১৭ হাজার টাকা মাহিনা বেতন প্রাপ্ত) দেড় হাজার টাকা অতিরিক্ত পেতে চলেছেন।
কেন্দ্র ও রাজ্য সরকারের মহার্ঘ্য ভাতা সংক্রান্ত সবধরনের গুরুত্বপূর্ণ ও বিস্তারিত খবরের লেটেস্ট নোটিফিকেশন সর্বদা সবার আগে পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম এ যোগ দিতে অনুরোধ করা হচ্ছে।
টেলিগ্রাম:- Link
হোয়াটসঅ্যাপ:- Link