গৃহস্থালির বিদ্যুৎ খরচের নিয়মে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। পুরাতন রিডিং মিটারের পর্ব চুকিয়ে বিদ্যুৎ বিলের সঠিক হিসেব রাখতে বিদ্যুৎ পরিষেবাকে ঢেলে সাজাতে চাইছে সরকার। ফলত বাড়িতে বাড়িতে প্রিপেইড বিদ্যুৎ মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী উর্ধ্বতন কর্তৃপক্ষ। এই ব্যবস্থা প্রণয়নের ফলে রিচার্জ না থাকলে আগের মতন আর যতখুশি বিদ্যুৎ খরচ করা যাবে না। বিদ্যুৎ চুরি, বিদ্যুতের অপব্যবহার, সঠিক সময়ে বিদ্যুৎ বিল না দেওয়া এই সমস্ত কিছু সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, অল্প কিছুদিনের মধ্যেই পুরোনো রিডিং মিটার গুলি সরিয়ে বিদ্যুৎ সংযোগ রয়েছে এমন বাড়িতে সম্পূর্ণ নতুন ধরনের প্রিপেইড মিটার বসানোর কথা চলছে। পাশাপাশি বিদ্যুৎ বিল আসার ব্যাপারেও আমূল পরিবর্তন ঘটতে চলেছে। প্রিপেইড মিটারে বিদ্যুৎ কিভাবে খরচ হবে, বিল কিভাবে আসবে, মিটার রিচার্জ কিভাবে করতে হবে- আজকের প্রতিবেদনে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
আরও পড়ুন: ভারতে কোন রাজ্যে কতগুলি গণ্য বিশ্ববিদ্যালয় রয়েছে? বিস্তারিত জানুন।
নতুন বিদ্যুৎ ব্যবহার সিস্টেম চালু হয়ে গেলে আপনাকে লাইনে দাঁড়িয়ে আর বিদ্যুতের বিল জমা করতে হবে না। আপনার বাড়িতে মিটার রিডিং নিতেও আর কেউ আসবে না। ফলে কোনও বিল টোকেনও দেওয়া হবে না। এই ব্যবস্থায় বিল বাকীর কোনো ব্যাপার থাকবে না। স্বাভাবিকভাবেই আপনার কাছে বিল ডেডলাইনের কোনও নোটিশ আসবে না কিম্বা লাইন সংযোগ কাটতেও বিরক্ত করতে কেউ আসবেন না। প্রিপেইড মোবাইল রিচার্জের মতো আপনার মিটারে রিচার্জ না থাকলে বিদ্যুৎ ইউনিট খরচ করতে পারবেন না।
প্রিপেইড মিটার আসলে কি?
প্রিপেইড মিটার হলো একপ্রকার ইলেকট্রনিক মিটার। বিদ্যুৎ ইউনিট খরচ হলে রিচার্জড ব্যালেন্স থেকে টাকা কাটা যায়। রিচার্জড ব্যালেন্স ফুরিয়ে গেলে মিটার স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়া বন্ধ করে দেয়। পুনরায় কারেন্ট সরবরাহ চালু করার জন্য মিটারটি রিচার্জ করতে হয়।
এই ধরনের মিটারগুলির দু’টি পার্ট থাকে। একটি মিটার ও অপরটি ডিসপ্লে ইউনিট।
ডিসপ্লে ইউনিট কি?
ডিসপ্লে ইউনিট হলো প্রিপেইড মিটার ব্যবস্থার এমন একটা অংশ (যন্ত্র) যেটি দিয়ে মিটারে ব্যালেন্স ভরতে হয়। এই মেশিনটির সাহায্যে ব্যালেন্স কবে শেষ তা জানা যায় এবং মিটারে কত ব্যালেন্স অবশিষ্ট আছে তাও জানা যায়। ডিসপ্লে ইউনিটটিকে মিটারের সংস্পর্শে রাখতে হবে এমন কোনও কথা নেই। আপনার ইচ্ছানুযায়ী আপনি এটিকে ঘরের যেকোনো স্থানেই রাখতে পারেন।
প্রিপেইড মিটারটি কিভাবে রিচার্জ করবেন?
নতুন বিদ্যুৎ ব্যবহারিক ব্যবস্থায় আপনার ইলেকট্রনিক প্রিপেইড মিটারটি অনলাইনেই রিচার্জ করে নিতে পারবেন। এর জন্য রিচার্জের টাকা জমা করে আপনাকে ২০ অঙ্কের একটি রিচার্জ কোড সংগ্রহ করতে হবে। এরপর ডিসপ্লে ইউনিটে থাকা * বাটন প্রেস করুন এবং রিচার্জ কোডটি টিপে # দাবান।
যদি রিচার্জ কোডটি সঠিক হয় এবং প্রক্রিয়া সফল হলে Accepted লেখা মেসেজ আসবে। তাহলেই আপনার প্রিপেইড ইলেকট্রনিক মিটারটি রিচার্জ হয়ে যাবে।