লক্ষ্মীর ভান্ডারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট সংক্রান্ত মস্ত বড়ো আপডেট। আপনি কি লক্ষ্মীর ভান্ডারে আগে টাকা পেতেন? ব্যাঙ্কের সমস্যার কারণে একাউন্টে এখন লক্ষ্মী ভাতা ঢুকছে না? লক্ষ্মীর ভান্ডারের টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুনরায় পেতে কিভাবে আইএফএস কোড সংক্রান্ত ব্যাঙ্ক ভ্যালিডেশনের সমস্যা মেটাবেন। যদি আপনি ভুলবশত অন্য কোনো পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট ডিটেইলস দিয়ে থাকেন অথবা লক্ষ্মীর ভান্ডারে আবেদনের সময় দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাইছেন তবে এই প্রতিবেদনটি আপনার জন্য।
তবে লক্ষ্মীর ভান্ডারে আইএফএস কোড পরিবর্তন হোক কিম্বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন এই কাজ কিন্তু আপনি বাড়িতে বসে মোবাইল বা ল্যাপটপে করতে পারবেন না। কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্রেডেন্সিয়াল সবাইকে দেওয়া হয়নি। এর জন্য আপনাকে নিকটবর্তী পঞ্চায়েত অফিস, মিউনিসিপ্যালিটি বা ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে এই ব্যাঙ্কের তথ্য আপডেটের কাজটি করাতে হবে সংশ্লিষ্ট প্রতিনিধিকে দিয়ে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নথি আপডেটের কাজ কিভাবে করতে হবে তা নিচে আলোচনা করা হলো।
দুইভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের সমস্যা হতে পারে। এক, ভুলবশত আপনার লক্ষ্মীর ভান্ডারের আবেদন এপ্রুভ হয়ে যাওয়ার পরে যদি আপনার ব্যাঙ্ক ভ্যালিডেশন অসফল হয় তবে লক্ষ্মীর ভান্ডারের ক্রেডেন্সিয়াল লগইন করার পর Dashboard এ গিয়ে Bank Transaction Failed এর অধীনে Account Validation Failed এ ক্লিক করতে হবে। তাহলে এর অধীনে সম্পূর্ণ লিস্ট খুলে যাবে। এখন অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেইলড দুইরকম হতে পারে। এক সম্পূর্ণ Accounts Validation Failed আর অন্যটি Payment Failed।
আরও পড়ুনঃ- এটিএম এ টাকা আটকে গেলে কিভাবে সেই টাকা ফেরত পাবেন জানুন বিস্তারিত।
একাউন্টস ভ্যালিডেশন ফেইল্ড সাধারণত KYC সংক্রান্ত সমস্যার কারণে হয়ে থাকে। আপনার যদি পেমেন্ট ফেইল্ড সংক্রান্ত সমস্যা হয়ে থাকে তবে, তাহলে উক্ত লিস্টে একই মহিলার নাম ও একাউন্ট নম্বর দুবার করে দেখাবে। এর মানে ডবল নাম ও একাউন্ট নম্বর শো করা কেসগুলো তে অ্যাকাউন্ট নম্বর বা IFSC সংক্রান্ত কোনো সমস্যা আছে। এই সমস্যা সমাধানের জন্য ব্যক্তির নামের একেবার ডানদিকে থাকা View এ ক্লিক করলে আবেদনকারীর লক্ষ্মীর ভান্ডারে আবেদন সংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস সম্পূর্ণ স্ক্রিনে ভেসে উঠবে।
এই ধরনের সমস্যার ক্ষেত্রে ভিউ করলে No Search Bank Account শো করবে। এই পেজে আপনি আপনার নতুন ব্যাঙ্কের আইএফএস কোড দিয়ে দেবেন। IFSC দিলেই আপনার ব্যাঙ্কের নাম ও শাখা স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তন হয়ে যাবে। এরপর নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বসিয়ে আপডেট এ ক্লিক করলেই ব্যাঙ্ক সংক্রান্ত নতুন নথি আপনার লক্ষ্মীর ভান্ডারের সাথে সংযুক্ত হয়ে যাবে।
এছাড়া আপনার আবেদন যদি Revert হয়ে থাকে অর্থাৎ আপনি যদি এমন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করে থাকেন যেটির MICR কোড নেই তাহলে আপনার অ্যাপ্লিকেশন রিভার্ট হতে পারে। এক্ষেত্রে আপনাকে ড্যাশবোর্ড এর Reverted Application এ গিয়ে একইরকম ভাবে খারিজ হওয়া আবেদনকারীর Full List দেখাবে। এখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আইএফএস কোড পরিবর্তন করতে চাইলে নামের পাশে Edit এ যাবেন। এরপর Bank Account Details ট্যাব এ ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হবে।
আরও পড়ুনঃ- শাহরুখ খান স্কলারশিপে আবেদন করুন এবং পেয়ে যান বার্ষিক ১ কোটি ২৩ লক্ষ টাকা। আবেদন পদ্ধতি জানুন।
এই পেজে আপনি আপনার সংশোধিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএস কোড বসিয়ে আপডেট করলেই আপনার লক্ষ্মীর ভান্ডারে আবেদনের সাথে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য সংযুক্ত হয়ে যাবে। এরকম আরও গুরুত্বপূর্ণ ও নিত্যনতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন।
টেলিগ্রাম চ্যানেল:- Link
হোয়াটসঅ্যাপ চ্যানেল:- Link