স্বচ্ছ ভারত মিশন যোজনা ২০২৩ এ আবেদন করুন এবং পেয়ে যান ১২,০০০ টাকা। আবেদন পদ্ধতি ও বিস্তারিত দেখে নিন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্বচ্ছ ভারত মিশন যোজনা ২০২৩

   

প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন যোজনায় আবেদন করলে আপনিও পাবেন ১২,০০০ টাকা। গ্রামের প্রত্যেক পরিবারকে শৌচালয় তৈরির জন্য এই অর্থসাহায্য দিচ্ছে কেন্দ্র সরকার। আবেদন করার জন্য কোনোরূপ টাকা লাগবে না। বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেই আবেদন করতে পারবেন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ২০১৪ সালের ২ অক্টোবর গান্ধীজির ১৪৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে Swachh Bharat Mission প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশের গ্রামগুলিতে শৌচ কর্ম সম্বন্ধে মানুষকে স্বচ্ছতার আওতায় আনা ও সচেতনতার ওপর জোর দেওয়া ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার অন্তর্গত এই যোজনার মাধ্যমে বাড়িতে শৌচাগার নির্মাণের জন্য আপনিও পেতে পারেন এই টাকা। তার জন্য আপনাকে স্বচ্ছ ভারত মিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া, আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন সম্পূর্ণ পদ্ধতি নীচে আলোচনা করা হলো।

যোজনাআবেদন পদ্ধতিঅনুদানের পরিমাণ
স্বচ্ছ ভারত মিশনঅনলাইন১২০০০ টাকা

স্বচ্ছ ভারত মিশন যোজনায় কিভাবে আবেদন করবেন?

প্রথম ধাপ:- প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন যোজনায় আবেদনের জন্য প্রথমেই গুগলে SBM Registration লিখে সার্চ করবেন। প্রথম যে লিঙ্কটি আসবে তাতে ক্লিক করলে একটি রেজিষ্ট্রেশন পেজ ওপেন হবে। এখন মোবাইল নম্বর, আবেদনকারীর নাম, লিঙ্গ, ঠিকানা, রাজ্য ও ক্যাপচা উল্লেখ করে সাবমিট করলেই রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে।

দ্বিতীয় ধাপ:- এবারে লগইন আইডি (মোবাইল নম্বর), পাসওয়ার্ড (ফোন নম্বরের শেষ চারটি ডিজিট) ও সিকিউরিটি কোড লিখে Signin অপশনে ক্লিক করুন। এখন যে পৃষ্ঠাটি আসবে সেখানে পুরো পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড (তৈরি করতে হবে) ও কনফার্ম পাসওয়ার্ড (নতুন পাসওয়ার্ড) দিয়ে Change Password এ ক্লিক করুন এবং Popup এ Home এ ক্লিক করুন। এখন SBM যোজনায় আবেদনের জন্য আপনার প্রোফাইল তৈরি হয়ে যাবে।

তৃতীয় ধাপ:- এখন Three Line অপশনের অন্তর্ভুক্ত New Application এ ক্লিক করলে SBM যোজনার আবেদন ফর্মটি ওপেন হবে। এখন State, District, Block, Panchayat, Village ও Habitation সিলেক্ট করে নেবেন।

আরও পড়ুন: বাড়ির জমিতে ATM ভাড়া দিয়ে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করুন।

চতুর্থ ধাপ:- এরপর Section B আধার কার্ডে উল্লিখিত নাম ও আধার নম্বর দিয়ে আধার তথ্য ভেরিফাই করতে হবে। এবারে আবেদনকারীর Father/Husband, Gender Category, Sub Category ও Aadhaar Details নির্বাচন করতে হবে।

পঞ্চম ধাপ:- এখন Section C তে আপনাকে ব্যাঙ্ক ডিটেইলস পূরণ করতে হবে যে অ্যাকাউন্টে শৌচালয় নির্মাণকাজে বরাদ্দকৃত ১২,০০০ টাকা পাঠানো হবে। এরপর Bank Name, Branch, Address, District, Account Number লিখে নীচে থাকা Choose File এ গিয়ে ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতা স্ক্যান করে jpg বা png ফর্ম্যাটে আপলোড করতে হবে।

ষষ্ঠ ধাপ:- সবশেষে Apply এ ক্লিক করুন। আপনার আবেদন সফলভাবে জমা হলে একটি Application Id জেনারেট হবে। এটি যত্ন করে রেখে দেবেন। ভবিষ্যতে দরখাস্তের স্থিতি দেখার জন্য এই অ্যাপ্লিকেশন আইডির প্রয়োজন হবে।

swachh-bharat-mission-yojona-2023

স্বচ্ছ ভারত মিশন যোজনার আবেদনের স্ট্যাটাস কিভাবে দেখবেন?

প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন যোজনায় আপনার নাম আছে কিনা তা চেক করার জন্য আপনাকে প্রথমে যেকোনো ব্রাউজারে egramswaraj.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এরপর নীচে স্ক্রল করে Central Sponsored Scheme Data এ ক্লিক করুন। এখন যে নতুন পেজটি ওপেন হবে সেখানে থাকা Beneficiary Data Integration (Push Approach) এ ক্লিক করুন।

পরবর্তী পেজে যেবছরে আবেদন করেছেন (Financial Year) এবং Scheme (Swachh Bharat Mission) নির্বাচন করুন। গ্রাম অনুযায়ী সুবিধাভোগীর তালিকা দেখতে চাইলে Village Panchayat & Equivalent এ ক্লিক করলে সমস্ত রাজ্যের তালিকা আপনার সামনে আসবে। আপনার State (রাজ্য) নির্বাচন করুন। এখন আপনার সামনে জেলার তালিকা চলে আসবে। অনুরূপে, District, Block ও Gram Panchayat নির্বাচন করলেই উপভোক্তার নাম ও Sanction স্ট্যাটাস দেখতে পারবেন।

Leave a Comment