ফেসবুকে অনেক ক্ষেত্রেই কোনো পেজ বা প্রোফাইলের পাশে নীল রঙের টিক চিহ্ন দেখতে পাওয়া যায়। এগুলি হলো যাচাইকৃত ফেসবুক পৃষ্ঠা বা প্রোফাইল (Verified Facebook Page or Profile)। আপনার ফেসবুক প্রোফাইল ও পেজ Blue Badge Verification এর জন্য কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
সাধারণত বিনোদন-সেলিব্রিটি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পকলা, বিজনেস-ব্র্যান্ড ও বিখ্যাত পাব্লিক ফিগার (প্রতিনিধিদের) অ্যাকাউন্ট হোল্ডাররাই এই রাইট চিহ্নযুক্ত ব্লু ব্যাজ পেয়ে থাকেন। এই ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল ও পেজ তৈরির জন্য আপনাকে নির্দিষ্ট কিছু শর্ত মেনে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে হবে এই নীল রঙের ব্যাজ পাওয়ার জন্য।
বর্তমানে প্রকৃত প্রোফাইল ও পেজের অরিজিনাল গান-ভিডিও থেকে শুরু করে বিভিন্ন ব্যাবসায়িক জিনিসপত্র অন্যান্য ফেক অ্যাকাউন্ট থেকেও প্রকাশিত হয়ে চলেছে। যেকারণে দর্শকের মূল ব্যক্তিত্ব বা সংস্থার পরিচিতি সম্বন্ধে বিভ্রান্তি তৈরি হয়েছিল। এই সংশয় দূর করতে এবং প্রকৃত ব্যক্তিসত্বা ও ব্র্যান্ড গুলিকে নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যেই এই ব্লু ব্যাজ ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কৃষকেরা পাবেন ৩ লাখ টাকা পর্যন্ত। কিষাণ ক্রেডিট কার্ডে আবেদন করুন এভাবে।
এই ব্লু ব্যাজ ভেরিফিকেশন অর্থাৎ ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল ও পেজ তৈরির জন্য আপনাকে নিম্নলিখিত উপায়গুলি ধাপে ধাপে অনুসরণ করতে হবে। চলুন জেনে নেওয়া যাক।
•আপনার প্রোফাইল ও পেজে ব্লু টিক চিহ্ন পাওয়ার জন্য আপনাকে প্রথেমেই আপনার লগইন করা ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ডানদিকে ওপরে তিনটি সমান্তরাল দাগযুক্ত অপশনে চলে আসুন।
• এবারে Help & Support এর অধীনে Help Center অপশনে ক্লিক করুন। এখন সার্চ এর স্থানে Blue লিখলেই নীচে Blue Badge Verification নামে Searching Trend চলে আসবে। ওই ব্লু ব্যাজ ভেরিফিকেশন ট্রেন্ডে ক্লিক করুন।
• এবারে যে নতুন পেজ ওপেন হবে তাতে How do I request a verified badge on Facebook এ ক্লিক করুন।
• এখন নীল রঙের How do I request a verified badge লেখা Contact Form এ ক্লিক করলে Blue Badge Verification এর জন্য আবেদন পত্রটি সামনে আসবে।
• এখন আপনি পেজ না প্রোফাইল ভেরিফাই করতে চাইছেন এবং আপনার প্রোফাইল/পেজটি ক ক্যাটেগরির সেটি নির্বাচন করুন। ও আপনার দেশ সিলেক্ট করুন।
• এবারে নীচে থাকা Choose File অপশনে গিয়ে আপনার পরিচয়পত্র (ড্রাইভিং লাইসেন্স/ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড/পাসপোর্ট) এর ছবি আপলোড করে দিবেন।
• একেবারে নীচে তিনটি শূন্যস্থান থাকবে। প্রথম ঘরে আপনি কেন আপনার ফেসবুক পেজ/প্রোফাইলটি ভেরিফাই করতে চাইছেন তার সুস্পষ্ট কারণ লিখবেন।
• দ্বিতীয় স্থানে আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক সংযোজন করবেন।
• সবশেষে একটি সাযুজ্যপূর্ণ কমেন্ট করে Send অপশনে ক্লিক করুন।
এবার আপনাকে কিছুদিন (১-২ সপ্তাহ মতো) অপেক্ষা করতে হবে। সমস্ত তথ্য সঠিক হলে ফেসবুক কর্তৃপক্ষ অল্প কিছুদিনের মধ্যেই আপনার প্রোফাইল/পেজটি ভেরিফাই করে দেবে।