১৪ই জুন, ২০২৪ তারিখের আগেই সেরে ফেলুন এই গুরুত্বপূর্ণ কাজটি। নাহলে শিক্ষা, প্রকল্প সহ একাধিক সরকারি সুযোগ সুবিধা কিছুই পাবেন না সাধারণ মানুষ। সদ্য এই নথি ফ্রি আপডেটের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র সরকার। করতে পারবেন ডকুমেন্টস আপলোডও। ভবিষ্যতে অসুবিধার সম্মুখীন হতে না চাইলে শেষ তারিখের আগে পুরোনো তথ্য আপডেট করুন।
বেশ কিছুদিন আগেই আধার কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করেছে Unique Identification Authority of India। আধার মন্ত্রকের ওই নির্দেশিকায় জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের ভেতরে সকল আধার কার্ড হোল্ডারদের আধার তথ্য আপডেট ও বায়োমেট্রিক আপডেট করিয়ে নিতে হবে যাদের আধার কার্ড দশ বছর বা তারও আগে ইস্যু করা হয়েছে।
পাশাপাশি যারা আধার তথ্যের ডেমোগ্রাফিক আপডেট করাতে চাইছেন অর্থাৎ Aadhaar Card এ যাদের নাম, জন্ম তারিখ, ঠিকানা ভুল আছে তাদের My Aadhaar পোর্টাল এর মাধ্যমে বিনামূল্যে Aadhaar Card Demographic Update করাতে পারবেন। গত বছর নির্দেশিকা দিয়ে ১৪ই মার্চ পর্যন্ত সময় বৃদ্ধি করেছিল সরকার। এবার মাই আধার পোর্টালের মাধ্যমে বিনামূল্যে আধার তথ্য আপডেটের সময়সীমাও ১৪ই জুন, ২০২৪ পর্যন্ত বাড়ালো কেন্দ্র সরকার।
তবে আপনার আধার কার্ড তথ্য আপডেট নাকি বায়োমেট্রিক আপডেট প্রয়োজন বুঝবেন কিকরে?
Check Aadhaar Status এর অন্তর্গত Check Aadhaar Validity এ ক্লিক করুন। এরপর আধার নম্বর ও ক্যাপচা কোড লিখে প্রসিড করলেই বিস্তারিত জানতে পারবেন যে আপনার কার্ডের তথ্য আপডেট নাকি বায়োমেট্রিক আপডেট (ফিঙ্গার প্রিন্ট/চোখের মণি স্ক্যান) এর প্রয়োজন আছে।
আরও পড়ুনঃ- বন্ধ হবে গ্যাসের ভর্তুকি। জলদি করুন এই কাজ।
ডকুমেন্টস কিভাবে আপডেট করবেন?
আধার তথ্যে ডকুমেন্টস আপডেট এর জন্যে উক্ত পোর্টালে চেক আধার স্ট্যাটাস এর অধীনে ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করুন। এরপর নতুন পৃষ্ঠায় Documents upload অপশনে গিয়ে আপনার ঠিকানার প্রমাণপত্র (ভোটার কার্ড) এবং আপনার যেকোনো সচিত্র পরিচয়পত্র আপলোড করে দিলেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
আধার নথিভুক্তিকরণ, আধার কার্ড আপডেট এবং UIDAI সংক্রান্ত যেকোনো উল্লেখযোগ্য সর্বশেষ আপডেট সবচেয়ে আগে জানতে হলে আমাদের সাথে জুড়ে থাকুন।
হোয়াটসঅ্যাপ এ যুক্ত হন:- Link
টেলিগ্রাম এ যুক্ত হন:- Link