সারা দেশ জুড়েই এলপিজি সিলিন্ডার ব্যবহার নিয়ে বড়ো পরিবর্তনের আপডেট উঠে এসেছে। রান্নার গ্যাস সিলিন্ডার ও ভর্তুকির সুবিধা ভোগ, গ্যাস সিলিন্ডারের যথেচ্ছ ব্যবহার এবং বাণিজ্যিকীকরণ নিয়ে নতুন রুল জারি করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও খনিজ তেল মন্ত্রী হরদীপ সিং। এই বিষয় তেল কোম্পানিগুলোকে নোটিশ বার্তা দিয়ে গ্রাহকদের সতর্ক করে দিলেন তিনি।
সম্প্রতি দেশজুড়ে LPG কানেকশনের সঙ্গে ই কেওয়াইসি বা আধার নথিভুক্তিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে যা বিগত ৪-৫ মাস যাবৎ চলছে। জানিয়ে রাখা ভালো, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও খনিজ তৈল মন্ত্রী হরদীপ সিং স্বয়ং জানিয়েছেন গ্যাস সংযোগের সাথে আধার সংযুক্তিকরণ বা e-KYC এর নির্দিষ্ট কোনও সময়সীমা নেই। গ্রাহক যেকোনও সময় নিকটবর্তী গ্যাস সরবরাহকারী অফিসে গিয়ে এই কাজ সেরে আসতে পারেন।
তাছাড়া গ্যাস সিলিন্ডার ডেলিভারি বয় রা বাড়িতে গিয়েও এই গ্যাস কানেকশনের সাথে বায়োমেট্রিক আপডেট এর কাজ করে চলেছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন, রান্নার গ্যাসের যথেচ্ছ ব্যবহার এবং বেহিসেবী বাণিজ্যিকীকরণ, সর্বোপরি গ্যাসের সিলিন্ডারের ওপর কালোবাজারি ও জালিয়াতি বন্ধ করতে আধার যাচাইকরণে এই উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র সরকার।
আরও পড়ুনঃ- HS পাসরা ৬০০০, ডিপ্লোমা পাসরা ৮০০০ ও স্নাতকরা ১০০০০ টাকা করে পাবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় গ্রামীণ মহিলাদের বছরে সর্বোচ্চ ১২টি ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারে ৩৮০ টাকা ছাড় দিলেও সাধারণ গ্যাস সিলিন্ডারে মাত্র ৭৯ টাকা সাবসিডি পাওয়া যায়। এবং ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসে কোনোরূপ ভর্তুকি পাওয়া যায় না।
রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য হ্রাস বৃদ্ধি, ভর্তুকি, KYC আপডেট সহ যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে খোঁজ খবর পেতে হলে আমাদের ফলো করুন নিচের গ্রুপ গুলিতে।
WhatsApp:- Link
Telegram:- Link
Google News:- Link