আবার বাড়লো ডিএ। এমাসে ১৮ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন রাজ্যের সরকারি কর্মীরা।

ফের ডিএ বৃদ্ধি। এবারে মূল বেতনের ১৮% ডিএ ঘোষণা রাজ্য সরকারের তরফে। চলতি মাসেই এই বাড়তি মহার্ঘ্য ভাতা পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। কেন্দ্র সরকার বাংলার বকেয়া কিছুটা দিয়ে দেওয়ায় কোন সিদ্ধান্তের পথে মমতা সরকার? আরও কি বাড়তে পারে ডিএ? রাজ্য ও কেন্দ্রের ডিএ ফারাক নিয়ে বাংলার রাজ্য সরকারে কর্মরতদের ক্ষোভ কি কিছুটা হলেও স্তিমিত হবে এবার জানুন বিস্তারিত।

   

না চার শতাংশ না চৌদ্দ শতাংশ। এবার আঠারো শতাংশ DA পাবেন বঙ্গের রাজ্য সরকারি চাকুরিজীবীরা। জুন মাসেই এই বর্ধিত ডিএ পেয়ে যাবেন কর্মচারীরা বলে নবান্ন সূত্রে খবর। আবারো ডিয়ারনেস অ্যালাওয়েন্স বৃদ্ধি নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা তথা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন Confederation of State Government Employees (CSGE) এর সম্পাদক মলয় মুখার্জি।

উল্লেখ্য, নির্বাচনি প্রচার কালে এগরায় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করে বেসিক পে এর ১৪ শতাংশ হারে ডিএ এর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা মে মাস থেকে লাগু হওয়ার কথা ছিল। তবে এদিন মঙ্গলবার নবান্নের ঘোষণার পরে পাল্টে যায় ডিএ -র পরিকাঠামোও। রাজ্যের তরফে এদিন ঘোষণা করা হয়, বাড়তি ডিএ মে থেকে নয়, এপ্রিল থেকেই লাগু হবে।

আরও পড়ুনঃ- ভোটে জিতেই বিনামূল্যে রেশন নিয়ে কড়া নির্দেশ মোদির। জানুন কেন্দ্রের নোটিশ।

govt-employees-will-get-18-percent-da-this-month

কিন্তু, ব্যাপারটি হলো মে মাসে সরকারি কর্মীরা মূল বেতনের সঙ্গে ১৪ শতাংশ ডিএ সহ বেতন পেলেও এপ্রিল মাসে সরকারি কর্মীরা বেসিক পে এর সাথে ১০ শতাংশ মহার্ঘ্য ভাতা যোগ করে বেতন পেয়েছেন। তাই CSGE এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, জুন মাসে রাজ্যের সরকারি কর্মীদের মূল বেতনের সাথে ১৪ শতাংশ ডিএ এবং এপ্রিল মাসের বাকি থাকা চার শতাংশ ডিএ মিলিয়ে মোট ১৮ শতাংশ ডিএ দেওয়া হবে।

তবে রাজ্য সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই আঠারো শতাংশ ডিএ কেবল জুন মাসেই পাবেন সরকারি কর্মীরা। পরের বার থেকে অর্থাৎ জুলাই মাস থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী মূল বেতনের সাথে চৌদ্দ শতাংশ হারেই মহার্ঘ ভাতা পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা।

রাজ্য ও কেন্দ্র সরকারের মহার্ঘ্য ভাতা সংক্রান্ত সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল এ যুক্ত হতে পারেন। উপযোগী মনে হলে খবরটি শেয়ার করুন। ধন্যবাদ।

গুগল নিউজ:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

ফেসবুক:- Link

Like Facebook Page