এখন সোশ্যাল মিডিয়ায় কেবল ১০,০০০ ফলোয়ার্স থাকলেই হাজার হাজার টাকা ইনকাম করার সুযোগ দিচ্ছে সরকার। হ্যাঁ ঠিকই শুনেছেন YouTube, Facebook ও Instagram এ ন্যূনতম ফ্যান ফলোয়িং থাকলেও প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তবে কোথায় এই টাকা দেওয়া হচ্ছে, কিভাবে টাকা পাবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি ধৈর্য সহকারে পড়তে অনুরোধ করা হচ্ছে।
এখন নিজের প্রতিভাকে কোনো গডফাদার ছাড়াই জনসমক্ষে মেলে ধরার সবচেয়ে সহজলভ্য মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। সামাজিক গণমাধ্যমের দ্বারা দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভক্তকূলের কাছে খুব সহজেই পৌঁছে যাওয়া সম্ভব। তাছাড়া বর্তমানে ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভিন্ন তথ্যসমৃদ্ধ ও এন্টারটেইনমেন্ট ভিডিও ও রিলস আপলোড করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা।
সম্প্রতি রাজস্থানের এক দৈনিকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সোশ্যাল মিডিয়ায় বার্তা পোস্টানোর মাধ্যমে মাসিক ৫ লাখ থেকে ১,০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ দিচ্ছে রাজস্থান সরকার। আসলে মানুষ বর্তমানে সোশ্যাল মিডিয়ার দ্বারা খুব সহজেই প্রভাবিত হন। সামনেই রাজস্থানের বিধানসভা ভোট। তাই রাজস্থানের নাগরিকদের কাছে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের বার্তা যাতে সঠিকভাবে পৌঁছায় তার জন্য এই নয়া পদ্ধতি চালু করেছে উক্ত রাজ্য সরকার।
সূত্রের খবর, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজস্থান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের এই সুযোগ দিচ্ছে ওই রাজ্য সরকার। YouTube এ যাদের ১ মিলিয়ন পর্যন্ত সাবসক্রাইবার রয়েছে, তাদের একটি পোস্ট করার জন্য মাস প্রতি ৫ লাখ টাকা, যাদের ৫ লাখ পর্যন্ত সাবসক্রাইবার আছে, তাদের পোস্ট প্রতি প্রত্যেক মাসে ২ লাখ, যাদের ১ লাখ পর্যন্ত তিনি সাবসক্রাইবার আছে তাদের প্রতি মাসে পোস্ট প্রতি ৫০ হাজার টাকা এবং যাদের ১০ হাজার পর্যন্ত সাবসক্রাইবার আছে, তাদের প্রত্যেক মাসে প্রত্যেক পোস্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
আরও পড়ুনঃ- পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কীম এ একবার টাকা জমিয়ে প্রত্যেক মাসে ৫,৩২৫ টাকা করে পেয়ে যান।
ইনস্টাগ্রাম এবং ফেসবুকের ক্ষেত্রে অবশ্য এই হিসেব অন্য। যদের উক্ত দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক মিলিয়ন ভক্ত সংখ্যা রয়েছে তারা একটি পোস্টের জন্য প্রতি মাসে দশ হাজার টাকা, পাঁচ লাখ ফলোয়ার্স থাকলে প্রতি মাসে প্রতি পোস্টের জন্য পাঁচ হাজার এবং দশ হাজার অনুসরণকারী থাকলে প্রতেক পোস্টের জন্য প্রত্যেক মাসে ১ হাজার টাকা করে দেওয়া হবে সরকারের তরফে। এটি অনেকটা সোশ্যাল মিডিয়ায় প্রভাবিত ফ্যানদের পোস্ট অ্যাড দেখানোর মাধ্যমেই উপার্জন করতে পারবেন রাজস্থানের সোশ্যাল মিডিয়া প্রভাবকরা।
এমন সব গুরুত্বপূর্ণ তথ্যের নিত্যনতুন আপডেট ও নতুন নতুন ব্যাবসা ও উপার্জনের আইডিয়া নিয়ে লেটেস্ট খবর সবার আগে পড়তে আমাদের Telegram ও Google News এ ফলো করুন।