আর রেশন পাবেন না। গ্রাহকদের এই মেসেজ পাঠাচ্ছে খাদ্য দফতর।

রেশন কার্ড বন্ধ হয়ে যাবে। আর রেশন সামগ্রী পাবেন না গ্রাহকেরা। রেশন উপভোক্তাদের রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে রেশন কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাচ্ছে রাজ্য খাদ্য দফতর। তাহলে কি বিনামূল্যে রেশন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কোন কোন কার্ড গ্রাহককেই বা এই বার্তা পাঠাচ্ছে Food Department। ফ্রি রেশন পেতে কি করতে হবে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।

   

সম্প্রতি বেশ কয়েক মাস ধরে রেশন উপভোক্তাদের চিহ্নিত করে সংশ্লিষ্ট ফোন নম্বরে এই ইম্পর্ট্যান্ট বার্তা পাঠানো হচ্ছে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের তরফে। এমনিতেই রাজ্যের একাধিক দুর্নীতির পাশাপাশি রেশন দূর্নীতিও সামনে এসেছে। তাই রেশন কেলেঙ্কারি রুখতে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সরকার। মূলত গ্রাহকদের e-KYC সংক্রান্ত মেসেজ পাঠানো হচ্ছে।

যেসকল রেশন গ্রাহকদের ই-কেওয়াইসি অর্থাৎ রেজিস্ট্রিকৃত মোবাইল ও আধার নম্বরের সাথে রেশন কার্ড নম্বর নথিভুক্ত করা নেই, তাদের বেঁছে বেঁছে এই নোটিশ পাঠাচ্ছে Food and Suppliers Department, Govt. of West Bengal। অনেকেই আগে আধারের সাথে রেশনের বায়োমেট্রিক আপডেট করালেও কোনও বিশেষ টেকনিক্যাল কারণবশত ইকেওয়াইসি সম্পন্ন হয়নি।

অনেক মহিলার নতুন বিবাহের কারণে রেজিস্ট্রেশনের জন্যও রেশন আধার লিঙ্ক ডিসলিঙ্ক হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে রেশন কার্ড ট্রান্সফার বা পুনরায় রেশন কার্ডে e-KYC সম্পন্ন করার জন্য উপযুক্ত নথি সহযোগে কেওয়াসি নিবদ্ধকরণ সম্পন্ন করতে হবে। বাড়িতে বসে অনলাইনে রেশনের সাথে আধারের নথিভুক্তিকরণ যেভাবে সম্পন্ন করতে হবে তা জেনে নিন।

আরও পড়ুনঃ- পুজোর মরশুমে সাক্ষাৎ লটারি! দুর্গাপূজা নিয়ে বড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

food department sent message to customers ration card will close

Online Ration Aadhaar e-KYC

পুনরায় রেশনের ইকেওয়াইসি করার জন্য প্রথমে food.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে Citizen’s Home এ ক্লিক করুন। এরপর Enquiry তে যান। এবারে নতুন পেজ ওপেন হলে Search your ration card details এ প্রেস করুন। এখন Ration Card No ও ক্যাপচা দিয়ে সার্চ করুন। তার নতুন পৃষ্ঠায় যদি e-KYC এর ঘরে No দেখায় তবে Do e-KYC করুন।

এখন পুনরায় রেশন কার্ড নম্বর দিয়ে Search বাটন দাবালে আপনার ডিটেইলস দেখাবে। স্ক্রিনে শো হওয়া Link Aadhaar and Mobile Number এ টিক করে আধার নম্বর লিখুন এবং চেকবক্স ক্লিক করে Send OTP তে যান। মোবাইলে ওটিপি আসলে তা বসিয়ে Submit করলেই আপনার ছবি সহ আধারের ডিটেইলস শো করবে। সব ঠিক থাকলে Verify and Submit এ ক্লিক করলেই একটি Pop up শো হবে যেখানে লেখা থাকবে Aadhaar has been successfully linked with your ration card অর্থাৎ আপনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

রেশন কার্ড সংক্রান্ত যেকোনো গুরুত্বপূর্ণ আপডেট, সরকারি প্রকল্প, Scholarship এবং বিভিন্ন চাকরি বিষয়ে নিত্যনতুন আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন।

টেলিগ্রাম:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page