চাষিদের সাহায্য সরকারের। এই প্রকল্পে আবেদন করলে পাবেন ৪০,০০০ টাকা।

কৃষক ভাইদের দারুণ উপহার সরকারের। এই প্রকল্পে আবেদন করলে ৪০,০০০ টাকা আর্থিক অনুদান দিচ্ছে সরকার। কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন? কারা কারা আবেদন করতে পারবেন? আবেদনের জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন? কি কি ডকুমেন্টস প্রয়োজন? আবেদন পদ্ধতি কি সমস্তটা জানুন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়।

   

উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের চাষবাসের কাজে সহায়তা করার জন্য বিভিন্ন জনদরদি প্রকল্পের সূচনা করেছে কেন্দ্র সরকার। যেমন পিএম কিষাণ যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা। তাছাড়া গুরুত্বপূর্ণ অন্যতম প্রকল্প হল তারবন্দি যোজনা। বিভিন্ন গবাদি পশু সহ অন্যান্য পশু পাখি যাতে কৃষকদের অনেক কষ্টে ফলানো ফসল নষ্ট করতে না পারে তারজন্য ফসলি জমিকে তার দিয়ে ঘেরা বেড়া দেয়ার জন্য আর্থিক সাহায্য দিচ্ছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের আওতায় কৃষক বন্ধুরা তারের ঘেরাও খরচের ৫০ শতাংশ অথবা সর্বোচ্চ ৪০,০০০ টাকা পর্যন্ত আর্থিক অনুদান পেয়ে থাকেন।

তারবন্দি যোজনায় কারা আবেদন করতে পারবেন?

আবেদনকারী কে অবশ্যই ভারতীয় যেকোনো রাজ্যের বাসিন্দা হতে হবে।
আবেদনকারীর কমপক্ষে ০.৫ হেক্টর বা ১.৯৭৭ বিঘা চাষযোগ্য জমি থাকতে হবে।
আবেদনকারীর অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
আবেদনকারী কেবল একবারই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

কি কি ডকুমেন্টস প্রয়োজন?

আবেদনকারীর আধার কার্ড।
আবেদনকারীর রেশন কার্ড।
বাসিন্দা সার্টিফিকেট।
মোবাইল ফোন নম্বর।
পাসপোর্ট মাপের রঙিন ছবি।
ব্যাংক অ্যাকাউন্ট বিস্তারিত।
জমি সংক্রান্ত নথি।

farmers will get inr 40 thousand under this scheme

আরও পড়ুনঃ- সরকারি কর্মীদের বেতন বাড়লো বারো শতাংশ। ন্যূনতম বেতন ৫৭,৭০০ টাকা।

কিভাবে আবেদন করবেন?

তারবন্দি যোজনায় আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিরা বাড়ির কাছাকাছি কৃষি অধিকর্তার অফিসে গিয়ে আবেদন করতে পারেন। প্রথমে আপনার বসবাসের নিকটবর্তী কৃষি অধিকর্তার অফিসে গিয়ে এই সংক্রান্ত জিজ্ঞাস্য সেরে ফর্ম তুলে নিন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে আবেদন পত্রটি পূরণ করে সেখানেই জমা দিন।

আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা তা যাচাইকরণ প্রক্রিয়া শেষ হলেই নির্দিষ্ট পরিমাণ প্রাপ্য টাকা অ্যাপ্লিকেশন ফর্মে উল্লিখিত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। ধন্যবাদ। এরকম আরও আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকুন ও আমাদের ফলো করুন।

কৃষকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প, রাজ্য ও কেন্দ্র সরকারের কতিপয় যোজনা এবং জব, স্কলারশিপ সম্বন্ধে সমস্ত আপডেট খবর হাতের নাগালে পেতে চাইলে আমাদের সামাজিক মাধ্যম গ্রুপগুলিতে যুক্ত হোন।

হোয়াটসঅ্যাপ:- Link

টেলিগ্রাম:- Link

গুগল নিউজ:- Link

Like Facebook Page