গরমে হাঁফ ছেড়ে বাঁচা দায়! আগস্ট মাসে ফের একটানা লম্বা ছুটির আপডেট।

আবারো একটানা দীর্ঘ ছুটির আপডেট। সামনের মাসে স্বস্তি পেতে চলেছেন শিক্ষার্থী থেকে পড়ুয়ারা। কবে কবে ছুটি থাকছে? পাঁচদিন ছুটির আমেজে কাছে কোথাও থেকে ঘুরে আসবেন নাকি? চলুন জেনে নিন আজকের গুরুত্বপূর্ণ বড়ো আপডেট।

   

সাধারণত লম্বা ছুটির আপডেট সামার ভ্যাকেশন বা পুজোর ছুটির সময়ে হয়ে থাকে। তবে পুজোর সময় সকলে ছুটি পেলেও গ্রীষ্মের ছুটি সকলে পান না। গরমের ছুটির সময় শিক্ষা প্রতিষ্ঠান ও কোর্ট বন্ধ থাকলেও সরকারি বিভিন্ন দপ্তর ও অফিসের কর্মীরা এই ছুটি পান না। তাদের জন্য এক্ষেত্রে বরাদ কেবল আর্ন বা ক্যাজুয়াল লিভ।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে পুরোপুরি বর্ষা প্রবেশ করলেও বৃষ্টির খামখেয়ালিপনার জন্য বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে অসহ্য ভ্যাপসা গরম। গ্রীষ্মের ছুটি শেষ হলেও এই গরমের হাত থেকে যেন এখনই রেহাই নেই। তাই এই গরমের হাত থেকে মুক্তি পেতে খুশির খবর হতে পারে আগস্ট মাসে একটানা পাঁচদিন ছুটির খবর।

এবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটানা লম্বা ছুটি পেতে চলেছেন দেশের বিদ্যার্থী পড়ুয়া থেকে শুরু করে সরকারি আধিকারিকেরা। তবে ঠিক কবে কবে থাকছে এই দীর্ঘ ছুটি, চলুন জেনে নেওয়া যাক।

আগামী মাসে ১৫ই আগস্ট বৃহস্পতিবার দেশের আটাত্তর তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশের সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন দপ্তর, অফিস, কোর্ট-কাছারি বন্ধ থাকবে। এরপর শনিবার ১৭ই আগস্ট শনিবার দেশের একাধিক জায়গায় অফিস বন্ধ থাকে। এরপর ১৮ই আগস্ট রবিবার সাপ্তাহিক ছুটির কারণে সারা ভারতেই অফিস-শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।

executive long holiday for indian independence day 2024

আরও পড়ুনঃ- PNB, SBI, ICICI, Axis সহ সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট।

পাশাপাশি ১৯শে আগস্ট সোমবার ঝুলনযাত্রা এবং রাখি পূর্নিমা উপলক্ষ্য ভারতবর্ষ জুড়ে সরকারি কর্মী ও শিক্ষার্থীদের জন্য ছুটি থাকে। এছাড়া মাঝে ১৬ই আগস্ট শুক্রবার অফিস কর্মীরা আর্ন লিভ নিয়ে নিলেই টানা পাঁচদিন ছুটিতে গরম থেকে বাঁচতে কাছে কোথাও পাহাড় থেকে ঘুরে আসতে পারেন।

এরকম সরকারি বিভিন্ন ছুটি, প্রকল্প, যোজনা, রেশন আপডেট, বৃত্তি ও জব বিষয়ক সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিস্তারিত লেটেস্ট আপডেট সর্বাগ্রে পেতে চাইলে আমাদের টেলিগ্রাম, গুগল নিউজ, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করতে পারেন। তথ্যটি পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।

টেলিগ্রাম:- Link

গুগল নিউজ:- Link

ফেসবুক:- Link

হোয়াটসঅ্যাপ:- Link

Like Facebook Page