আপনার রেশন কার্ডে সঠিক পরিমাণ খাদ্য সামগ্রী পাচ্ছেন তো? জানুন আগস্ট কোন কার্ডে কতটা রেশন সামগ্রী দেওয়া হচ্ছে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

খাদ্য সাথী প্রকল্প বিভিন্ন রেশন কার্ড প্রাপ্য রেশন সামগ্রী তুলনায় কম রেশন দ্রব্য দেওয়া নিয়ে বিভিন্ন রেশন ডিলারের বিরুদ্ধে আমজনতার তরফে প্রায়শই অভিযোগ জমা পরে সরকারি দপ্তরে। তাই সংশ্লিষ্ট রেশন কার্ড পর্যাপ্ত রেশন সামগ্রীর চাইতে যাতে কম বা বেশি রেশন দ্রব্য না দেওয়া হয় তার জন্য রাজ্য খাদ্য দপ্তরের তরফে প্রত্যেক মাসের শুরুতেই কোন রেশন কার্ডে কতটা রেশন দেওয়া হবে তা নিয়ে নির্দেশিকা জারি করে থাকে রাজ্য সরকার।

   

সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন রেশন কার্ডে প্রত্যেক মাসে প্রাপ্য রেশন সামগ্রীর পরিমাণ রেশন উপভোক্তাদের সম্মুখে বোর্ডে লিখে রাখেন রেশন ডিলার কর্তৃপক্ষ, যাতে প্রত্যেক মাসে সরকার থেকে সাধারণ মানুষের জন্য প্রেরিত রেশন দ্রব্য নিয়ে গ্রাহকদের মনে স্বচ্ছ ধারণা তৈরি হয়। তেমনি এবছর আগস্ট মাসে কোন রেশন কার্ডে কতটা রেশন সামগ্রী পাবেন তা নিচে বিস্তারিতভাবে বলা হলো।

১) RKSY-I (রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১) এই প্রকার রেশন কার্ড যাদের রয়েছে, তারা কার্ড পিছু ৫ কেজি করে চাল পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে। অর্থাৎ এই কার্ড রয়েছে এমন কোনো পরিবারের সদস্য সংখ্যা যদি পাঁচ হয় তবে ওই পরিবার আগস্ট মাসে ২৫ কিলো চাল পেয়ে যাবেন। এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অনুমোদন প্রাপ্ত একটি রেশন কার্ড। ইহা একপ্রকার বিপিএল রেশন কার্ড।

২) RKSY-II (রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-২) এই রেশন কার্ড ধারীরা (Card Holder) সবচেয়ে কম পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন, যেহেতু এই প্রকার রেশন কার্ড রাজ্য সরকার কর্তৃক রাজ্যবাসী কে প্রদত্ত একপ্রকার এপিএল কার্ড। এমাসে এই কার্ডের উপভোক্তাদের রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে জন পিছু ২ কেজি করে চাল বিনা পয়সায় দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ- দেশজুড়ে একগুচ্ছ ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ UGC -র। এই বিশ্ববিদ্যালয় গুলি প্রদত্ত ডিগ্রি ও সার্টিফিকেট বৈধ নয়।

৩) PHH ও SPHH এই দুই প্রকার রেশন কার্ড হলো যথাক্রমে Priority Household ও Special Priority Household Ration Card। এই দুই প্রকার রেশন কার্ডই সরকার ও খাদ্য দপ্তরের জারি করা BPL তালিকাভুক্ত খাদ্য সাথী কার্ড। এই দুই প্রকার রেশন কার্ড যেসকল ব্যক্তিদের রয়েছে, তারা এই অগাস্ট মাসে লোকপিছু ৩ কেজি করে চাল, ১.৯ কেজি করে আটা বা ২ কেজি করে গম বিনা খরচে পেয়ে যাবেন।

৪) AAY (অন্ত্যোদয় অন্ন যোজনা) -এই প্রকার BPL তালিকাভুক্ত রেশন কার্ডের সুবিধাভোগীরা সবচেয়ে বেশি পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন। এই কার্ড রয়েছে এমন ব্যক্তিদের পরিবার পিছু ২১ কেজি চাল, ১৩.৩০০ কেজি গম একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। তবে চিনি নিতে চাইলে তা ১৩ টাকা ৫০ পয়সা কেজি দরে কিনে নিতে পারবেন বলে রাজ্য খাদ্য দপ্তর সূত্রে আপডেট।

কোন মাসে কোন কার্ডে কত পরিমাণ রেশন সামগ্রী দেওয়া হলো, রেশন দ্রব্যের পরিমাণ বাড়লো না কমলো? এবং চাকরি, স্কলারশিপ ও বিভিন্ন সরকারি প্রকল্প সম্বন্ধে গুরুত্বপূর্ণ, নিত্যনতুন, সর্বশেষ আপডেট পেতে আমাদের Telegram Group ও Facebook এ ফলো করুন।

Telegram Group:- Link

Facebook:- Link