আরও কমলো রান্নার গ্যাসের দাম। এই রেশন কার্ড থাকলে লাডলি বেহেনা যোজনায় ৪৫০ টাকারও কমে LPG সিলিন্ডার পাবেন মহিলারা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবার গৃহস্থ রান্নার গ্যাসে ভর্তুকির পরিমাণ আরও বাড়ানো হলো সরকারের তরফে। আগের থেকে আরও কমানো হলো রান্নার গ্যাসের মূল্য। বিশেষ রেশন কার্ড থাকলে চারশো পঞ্চাশ টাকারও কমে পেয়ে যাবেন ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার। এছাড়াও সরকারের তরফে শুরু করা হয়েছে লাডলী বেহেনা যোজনা। এই প্রকল্পের আওতায় গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম অনেকটাই কমিয়েছে সরকার। সরকারের এই পদক্ষেপে খুশি আমজনতা।

   

আগে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ২০০ টাকা ভর্তুকি দিত সরকার। চলতি মাসে ভর্তুকি বৃদ্ধির মাধ্যমে রান্নার গ্যাসের দাম দুইশো টাকা কমিয়েছে কেন্দ্র সরকার। ফলে, দেশজুড়ে রান্নার গ্যাসের দাম এগারোশো থেকে নয়শোর ঘরে নেমে গিয়েছে। তবে এর মধ্যেই আরেক খুশির খবর জনসাধারণের মধ্যে। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, জানানো হয়েছে বিশেষ রেশন কার্ড থাকলে ৪৫০ টাকারও কম মূল্যে রান্নার গ্যাসের সুবিধা পাবেন মহিলারা।

সরকারের তরফে জানানো হয়েছে, অন্ত্যোদয় অন্ন যোজনা (Antyodaya Anna Yojana বা AAY) এই প্রকার রেশন কার্ড থাকলে মহিলার চারশত পঞ্চাশ টাকার কম দামে ১৪.২ কেজির গৃহস্থ এলপিজি সিলিন্ডার পেয়ে যাবেন। দেশে Inflation (মুদ্রাস্ফীতি) এর জন্য প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল কোম্পানিগুলো এবং সরকারের মিলিত সহযোগিতায় মহিলাদের সুবিধার কথা মাথায় রেখে রান্নার গ্যাসের দামে এই হ্রাসকরণ করা হয়েছে।

স্বল্পমূল্যে রান্নার গ্যাসের সুবিধা পেতে মহিলাদের লাডলী বেহেনা যোজনায় নাম নথিভুক্ত করতে হবে বলে জানা গিয়েছে। যদিও উজ্জ্বলা যোজনার অধীনে থাকা AAY রেশন কার্ড ধারী মহিলাদের ধীরে ধীরে এই নতুন প্রকল্পের আওতায় নিয়ে আসার কথা ভাবছে সরকার। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মহিলাদের রান্নার গ্যাস সংযোগ আইডি ও এলপিজি গ্রাহক আইডি প্রয়োজন হবে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে।

রাজ্যের মহিলাদের প্রত্যেক মাসে ২,৫০০ টাকা করে অনুদান দেওয়া হবে?!

আপাতত গোয়া তে কেন্দ্রের উজ্জ্বলা যোজনায় ভর্তুকি বৃদ্ধি ও সেখানকার রাজ্য সরকার লাডলী বেহেনা যোজনায় AAY Ration Card উপভোক্তা মহিলাদের গ্যাসের দামে ছাড় দিয়ে ৪২৮ টাকায় চৌদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাস সিলিন্ডার প্রদান করছে। এছাড়া মধ্যপ্রদেশেও লাডলি বেহেনা যোজনা রূপায়নের মাধ্যমে গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম অনেকটাই কমিয়েছে সেখানকার রাজ্য সরকার।

এমন আরও গুরুত্বপূর্ণ খবরের প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ এ অনুসরণ করতে ভুলবেন না।

Telegram Group:- Link

WhatsApp Group:- Link